Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> রাস্তায় ভাগ্নের সঙ্গে মামার দেখা ..
ভাগ্নে : মামা কেমন আছো ?
মামা : ভালো তুই ?
ভাগ্নে : ভালো , তোমার গরু দেখে আসলাম ।
মামা :কেমন হইছে ?
ভাগ্নে : ভালো ঠিক তোমার মত দেখতে ।
মামা : কি .. কস !
ভাগ্নে : আমি না মামি কইছে ।
মামা : ও.. তাইলে ঠিক আছে
> এক ভদ্রলোক এক দামি হোটেলে ইচ্ছা মতো খেলেন।
খাওয়া শেষে ম্যানেজারকে ডেকে বললেন…
ভদ্রলোকঃ আপনার কি মনে আছে ঠিক এক বছর আগে, আমি আপনার হোটেলে খাবার খেয়ে দেখি পকেটে টাকা নেই।
বিল পরিশোধ করতে না পারায় তখন আপনি আমাকে একটা লাথি মেরে বের করে দিয়েছিলেন!
ম্যানেজারঃ জি স্যার সেদিনের ঘটনার জন্য আসলে আমি সত্যি লজ্জিত। এটা বলে আর লজ্জা দিবেন না,আগামীতে আর হবে না।
ভদ্রলোকঃ না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি।
আসলে আজকেও আপনাকে একটু কষ্ট করে সে কাজটা করতে হবে!
> প্রশ্নকর্তা : লিখতে-পড়তে পারেন?
প্রার্থী : আজ্ঞে, লিখতে পারি,পড়তে পারি না।
প্রশ্নকর্তা : এ কী অদ্ভুত কাণ্ড! পড়তে পারেন না, অথচ লিখতে পারেন। ঠিক আছে লেখেনতো!
প্রার্থী : খচখচ করে কী সব লিখল। বহু কষ্ট করেও প্রশ্নকর্তা বুঝতে পারলেন না।
প্রশ্নকর্তা : এসব কী লিখেছেন?
প্রার্থী : আজ্ঞে, ওই যে বললাম না,পড়তে পারি না!!
> চোরাকারবারি কাল্লু খাঁ তার সাগরেদকে ডেকে বললো, ‘যা তো দেখে আয় রাস্তায় কোনো পুলিশ আছে কি না।’
খানিক পরেই সাগরেদ একদল পুলিশ নিয়ে হাজির।
বললো, ‘ওস্তাদ, রাস্তায় কোথাও পুলিশ পাইনি, তাই থানা থেকেই ডেকে নিয়ে এলাম!
> বল্টু এবং মন্টু পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে।
স্যারঃ কী ব্যাপার তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেনো?
বল্টুঃ স্যার প্রশ্নে লেখা আছে পলাশীর যুদ্ধ সর্ম্পকে আলোচনা কর। তাই আলোচনা করছি !
> একদিন এক পাগল ডাক্তারকে জিজ্ঞেস করল!
পাগল : ডাক্তারবাবু আপনি কতদুর পড়েছেন?
ডাক্তার : BA পর্যন্ত !
পাগল: এতদিনে ২টো অক্ষর শিখেছেন, তাও আবার উল্টা!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)