Advertisement

Best Father Son Jokes: টাকা বাঁচাতে কী করতে হবে পরামর্শ দিল ছেলে, শুনেই বাবার থরহরি কম্প!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Jokes
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 3:15 PM IST

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> বাবাই তার প্রেমিকা তিশার সঙ্গে ডেটিংয়ে গেছে-
তিশা: আমি আমার পার্সটা ভুলে বাড়ি রেখে এসেছি।
বাবাই: তাতে সমস্যা কী?
তিশা: কিন্তু এখন আমার দুই হাজার টাকার খুব দরকার।
বাবাই: কোনো সমস্যা নেই, আমি আছি না! এই নাও ২০ টাকা। এটা দিয়ে রিকশায় করে বাড়ি গিয়ে পার্সটা নিয়ে এসো!

> ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা: অবশ্যই চাই।
ছেলে: তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।
বাবা: কেন?
ছেলে: তাতে জুতোর তলা ক্ষয় কম হবে। আমাকে জুতো কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।

> রাজেশ: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?
রাজীব: ঠিক কৃপণ না, একটু হিসেবি।
রাজেশ: কেমন?
রাজিব: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটের ওপর একটা কাশির সিরাপ কুড়িয়ে পেলেন। তা এমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না, তাই কাল রাতভর উনি বৃষ্টিতে ভিজলেন। আজ সকাল থেকে শুরু হলো কাশি, এখন ওষুধটা কাজে লাগছে।

> বাসে চড়ে যাচ্ছিলেন বল্টু। একসময় তার পাশের সিটে বসলেন এক অপরূপা তরুণী। বল্টু বললেন-
বল্টু: জানতে ইচ্ছে করছে, আপনি কোন স্টপে নামবেন?
কথার উত্তর দিলেন না তরুণী। তাই আবার বললেন-
বল্টু: আপনার নামটা জানতে পারি? না-কি এটা সিক্রেট?
তরুণী এবারও নীরব। বল্টু আবার বললেন-
বল্টু: আমার কাছে আধুনিক থিয়েটারের দুটি টিকিট আছে।
এবার তরুণী মুখ খুললেন। বললেন-
তরুণী: কোন নাটকের?
বল্টু নেমে গেলেন পরের স্টপেই। তার অহংকারী মেয়ে পছন্দ। এই মেয়ে যাকে সামনে পায়, তার সঙ্গেই কথা বলে।

Advertisement

> রোগী: ডাক্তার, এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট?
চিকিৎসক: শতভাগ।
রোগী: কীভাবে?
চিকিৎসক: সাধারণত এ রোগে প্রতি দশজনে একজন বাঁচে।
রোগী: তাহলে আমার বাঁচার ভরসা কোথায়?
চিকিৎসক: আপনি আমার দশম রোগী। এর আগের নয়জনই মারা গেছেন।

> এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। 
সঙ্গে নিয়ে আসা খেলনাটা ফেরত দিয়ে বললেন, আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা বললেন, কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। 
এটা তো সহজে ভাঙেও না। তাহলে এই খেলনাটা ফেরত দিচ্ছেন কেন? সমস্যাটা কোথায়?
ভদ্রমহিলা বললেন, এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে ঠুঁকে ঠুঁকে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement