Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> শিক্ষক : রনি, তুমি বড় হয়ে কী হতে চাও বলো তো?
রনি : স্যার, আমি বড় হয়ে গুগলের সিইও হতে চাই।
আমার তখন সুন্দর সুন্দর পোশাক থাকবে।
দামি ব্র্যান্ডের গাড়ি থাকবে। সুস্বাদু সব খাবার খাব।
উড়োজাহাজে দেশ-বিদেশ ঘুরে বেড়াব। ফাইভ স্টার হোটেলে থাকব।
শিক্ষক : ব্যস হয়েছে। এত বড় উত্তর দেওয়ার কোনো দরকার নেই।
সংক্ষেপে বললেই হবে। সবাই ছোট্ট করে উত্তর দেবে।
আচ্ছা মিতু, তুমি বড় হয়ে কী হতে চাও?
মিতু : রনির বউ।
> সুমন রাস্তা দিয়ে যাচ্ছিল।
এমন সময় এক সুন্দরী তরুণীকে দেখে ভালো লেগে গেল তার।
নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে ওই তরুণীকে বলল, ‘আই লাভ ইউ।’
শুনে মেয়েটি সুমনের সামনে এসে কষে একটি চড় বসিয়ে দিয়ে বলল, ‘কী বললি?’
সুমন গালে হাত ঘঁষতে ঘঁষতে বলল, ‘যদি শুনতেই না পাও, তাহলে চড় মারলে কেন?’
> হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক ভদ্রমহিলা। পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন—
ভদ্রমহিলা: এই যে ভাই শুনছেন, আমার স্বামী হারিয়ে গিয়েছে।
পোস্টমাস্টার: তো পোস্ট অফিসে এসেছেন কেন? থানায় যান।
ভদ্রমহিলা: ওহ! তাই তো! দুঃখিত ভাই। আসলে খুশিতে কী যে করব, বুঝে উঠতে পারছি না!
> রাজেশ: বুঝলি মুকেশ, অ্যারেঞ্জড ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম।
মুকেশ: তাই তো দেখছি।
রাজেশ: কিন্তু কেন, তা বলতে পারবি?
মুকেশ: যারা সাহস করে নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না, তারা আবার ডিভোর্স দেবে কোন সাহসে?
> চোর: ইওর অনার, আমি চুরি করেছিলাম ঠিকই কিন্তু সেটা করেছিলাম মজা হিসেবে।
বিচারক: কিন্তু তুমি তো চুরির জিনিস বিশ মাইল দূরে লুকিয়ে রেখেছিলে।
চোর: সেটাও ছিল মজা।
বিচারক: এ কারণে তোমার জেল হলো। এটাকেও মজা হিসেবে নাও।
> নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন,
‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’
অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য,
‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’
অমিত: কী স্যার?
বস: আগামী বছর চেকে সই করে দেব!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)