Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> পল্টু আর তার বড় ভাই বল্টু সিনেমা দেখতে যাবে। পল্টু তার বড় ভাইকে বলছে-
পল্টু: ভাইয়া প্লিজ, মার কাছে সিনেমা দেখার পয়সা চাও।
বল্টু: তুই চা না! মা তো শুধু আমার একার না, তোরও।
পল্টু: তা বটে, তবে তার সঙ্গে তোমার সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি দিনের, ঠিক না?
> মন্টুর মা: আমি মুটিয়ে যাচ্ছি...
মন্টুর বাপ: কি যা তা বাজে বকছো!
মন্টুর মা: ওহ! থ্যাঙ্কস গড! তুমি অ্যাত্ত ভাল...
মন্টুর বাপ: আমি তো আসলে বলতে চাইছিলাম যে তুমি তো সব সময়ই এমন মুটকি ছিলে।
মন্টুর মা: তোর মতো হার্মাদ স্বামী যেন আর কারো না হয়। তুই দূর হ আমার সামনে থেকে... মুখপোড়া কোথাকার!
> শিক্ষিকা: গতকাল যে পড়া দিয়েছি তা মুখস্ত কর নাই কেন?
ছাত্র: ম্যাডাম, পড়া শুরু করতেই কারেন্ট চলে গেল...
শিক্ষিকা: তারপর সারারাত কারেন্ট কী আর আসেই নাই! নাকি এসেছিল?
ছাত্র: আসছিল আধা ঘণ্টার মধ্যেই...
শিক্ষিকা: তো? তখন পড় নাই?
ছাত্র: ম্যাডাম, এরপর এই ভয়ে আর পড়তে বসি নাই- যদি আবার চলে যায়!
> বস: তোমার কাছে স্বীকার না করে পারছি না! মেয়ে পটানোর চক্করে ফেসবুকে এযাবৎ ১৫ জন ছেলেকে পটিয়ে ফেলেছি...
মন্টুর বাপ: বলছেন কী বস! আপনার থেকে তো সাবধান থাকতে হবে... স্বভাব যে আপনার এরকম তাতো আন্দাজ করতে পারি নাই!
> পল্টু: আপনি সারাদিন মোবাইল গেম খেলেন কেন?
বল্টু: ডাক্তার বলেছে ভুঁড়ি কমাতে হলে খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথাতো ফেলতে পারি না।
> এক ভদ্রলোক থানায় এসে বললেন-
ভদ্রলোক: আমার স্ত্রী হারিয়ে গেছে।
ইন্সপেক্টর: কবে?
ভদ্রলোক: একমাস আগে!
ইন্সপেক্টর: তাহলে এতদিন পর বলছেন কেন?
ভদ্রলোক: গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)