Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...
>সিকিউটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউতে গেলেন বল্টু।
চাকরিদাতা: সিভি তো দিয়েছেন। সেখানে ইংরেজি ভাষা জানার কথা লেখা নেই। ইংরেজি জানেন না?
বল্টু: চোর-ডাকাত কি ইংল্যান্ড, আমেরিকা থেকে আসবে?
>মেয়ের বাবার কাছে পাত্র হিসেবে সাক্ষাৎকার দিতে গেছে ছেলে-
মেয়ের বাবা: সিগারেট খাও?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: মদ খাও?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: বার বা নাইট ক্লাবে যাওয়ার অভ্যাস আছে?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: সবই তো দেখছি নেগেটিভ, পজিটিভ কিছু নেই?
ছেলে: হ্যাঁ। তা-ও আছে।
মেয়ের বাবা: কী সেটা?
ছেলে: সেটা হচ্ছে এইচআইভি মানে এইচআইভি পভিটিভ।
>প্রেমিকা: তুমি আমার জন্য তাজা ফুল না এনে প্লাস্টিকের ফুল কেন এনেছ?
প্রেমিক: তাজা ফুল বেশি সময় তাজা থাকে না।
প্রেমিকা: তাতে সমস্যা কি?
প্রেমিক: তোমার জন্য নীচে অপেক্ষা করতে করতেই ওই ফুল শুকিয়ে যায়
>কোনো এক দেশের ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে কথা হচ্ছে-
ক্রীড়ামন্ত্রী: ক্রিকেট ম্যাচ জেতায় আপনাদের অভিনন্দন!
বোর্ডপ্রধান: অভিনন্দন ডেভিডকে দিন। সে আমাদের পরাজয় থেকে বাঁচিয়েছে।
ক্রীড়ামন্ত্রী: সে আমাদের ব্যাটসম্যান, না-কি বোলার?
বোর্ডপ্রধান: সে একজন আম্পায়ার!
>বড় বোন ছোট বোনকে গান শোনাচ্ছে
বড় বোন: আমার গান তোর কেমন লাগল?
ছোট বোন: তোমার আসলে টিভিতে চান্স পাওয়া উচিত।
বড় বোন: আমি কি সত্যিই এতো ভালো গান করি?
ছোট বোন: না, মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম।
>শিক্ষক: বলো তো, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন?
ছাত্র: আমি পরীক্ষায় পাস করি না বলে।
শিক্ষক: কেন?
ছাত্র: মা বলেছেন, আমি যেদিন পাস করব; সেদিন না কি সূর্য পশ্চিম দিকে উঠবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)