Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> পল্টু: বলতো, ভদ্রলোক আর অভদ্রলোকের মধ্যে পার্থক্য কী?
বল্টু: দুজনেই বাঁশ দেয়, একজন রেগে আরেকজন হেসে।
> মদ পান করতে করতে চিৎকার করে কাঁদছিল বল্টু । এ সময় একজন জিজ্ঞেস করল-
ভদ্রলোক : কী ব্যাপার, কাঁদছ কেন?
বল্টু : যে মেয়েটাকে ভোলার জন্য পান করছি, তার নাম মনে পড়ছে না!
> বাপ্পী : আজ আমার জন্মদিন। তাই ঠিক করেছি, আজ সারাদিন ভালো হয়ে চলব। কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না। সবার কথা শুনব। কাউকে না বলব না।
রাজু : তাহলে ৫০০ টাকা দে তো বন্ধু!
> পল্টু: ২০২৩ সাল তোকে কি দিল রে?
বল্টু: একটা ভুড়ি আর ১০ কেজি ওজন।
> ছেলে: মা, শুনলাম প্রেম নামে না-কি একটা ভাইরাস বের হয়েছে!
মা: হুম, জানি, তো?
ছেলে: ওই ভাইরাস না-কি সব ছেলেকেই আক্রমণ করছে!
মা: ওইসব নিয়ে চিন্তা করিস না বাবা, আমার কাছেও জুতা আছে। শুনেছি এটা না-কি অ্যান্টি-ভাইরাসের কাজ করে।
> স্ত্রী: পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করতো, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!
উকিল: ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করতো, তাহলে অর্ধেক বিয়েই হতো না!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)