Advertisement

কলকাতা

Bengal Durga Puja Weather : বৃষ্টি কমলেও প্যাচপেচে গরমে কাটবে পুজো? পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2022,
  • Updated 5:49 PM IST
  • 1/8

কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আপাতত কমেছে। তবে বৃষ্টি কমলেও চিন্তা যাচ্ছে না। 

  • 2/8

কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস, ৩২ ডিগ্রি বা তার আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে পুজোর সময়। ফলে সেই সময় প্যাচপেচে গরম থাকার সম্ভাবনা প্রবল। 

  • 3/8

আজ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওয়েদার সিস্টেম সেরকম উল্লেখযোগ্য কিছু থাকছে না। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটা সরে গেছে।

  • 4/8


হাওয়া অফিসের বার্তা, বর্তমানে সেটি মধ্যপ্রদেশের কাছাকাছি অবস্থান করছে। আগামী ৩ থেকে ৪ দিন দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

  • 5/8


প্রধানত হালকা বৃষ্টি, কোথাও কোথাও আবার দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে। 

  • 6/8

 একই রকম কোনও কোনও দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। প্রধানত হালকা বৃষ্টি সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আশেপাশে ৩২ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

  • 7/8

 

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ৪ বা ৫ দিন কিছুটা উত্তরের জেলাগুলোতে বৃষ্টি হবে। 

  • 8/8

অন্য জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কতা নেই। বজ্রবিদ্যুতের সেরকম কোন সতর্কতা নেই। দু এক জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 

Advertisement
Advertisement