আজ গোটা দেশের নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। খোদ ভাগ্য পরীক্ষা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর। তাই সারা দেশের নজরতো থাকেই এই হাইভোল্টেজ কেন্দ্রের দিকে।
ভবানীপুরের ভোটার স্বয়ং তৃণমূলনেত্রী নিজেও। এদিন ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশনের বুথে ভোট দেন তৃণমূলনেত্রী।
এদিন বেলা তিনটের পর ভোট দিতে যান মুখ্যমন্ত্রী।
ভবানীপুর উপনির্বাচনে ভোটার এবং প্রার্থী হিসেবে ভোট দিলেন তিনি।
৩.১২ নাগাদ বুথে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে মিনিট চারেকের মধ্যেই তিনি বেরিয়ে আসেন।
তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে মিত্র ইনস্টিটিউশনে যান ভোট দিতে।
মিত্র ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ফের বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী।
ঠিক ৫ মাস আগে মিত্র ইন্সটিটিউশনেই ভোট দিতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখন তিনি শুধুমাত্র ভোটার হিসেবে ভোট দিয়েছিলেন। এবার ভোটারের পাশাপাশি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে ভোট দিলেন তিনি।
এদিন ভবানীপুর কেন্দ্রে সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
সকাল থেকেই বুথে-বুথে ঘুরতে দেখা যায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।
উপনির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে।
আগামী ৩ অক্টোবর ভবানীপুর কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে চলেছে কিমশন