Advertisement

কলকাতা

Durga Puja 2021 : বাক্সেই ফুটে উঠেছে দুর্গা-লক্ষ্মী-গণেশ! মণ্ডপের এরকম দুর্দান্ত ছবি আগে দেখেননি

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Oct 2021,
  • Updated 4:13 PM IST
  • 1/10

কেউ আঁকছেন লক্ষ্মীর ছবি, কেউ বা গণেশের। কোথাও বাক্সে ফুটে উঠছে দুর্গা, কোথাও বা সিংহ। টানা কয়েক সপ্তাহ ধরেই এমন ছবি ছিল মহেশতলার এসএম নগর হাউসিং এসটেটের। (সব ছবি- সংগৃহীত)
 

  • 2/10

পটচিত্রের দুর্দান্ত নির্দশন ফুটিয়ে উঠেছে এবারের এই আবাসনের পুজোয়। সমস্ত আবাসিকরা সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন।
 

  • 3/10

প্রিয়াঙ্কা জানার তত্ত্বাবধানে আবাসনের মহিলা এবং বাচ্চারা হাত লাগান থিম তৈরি করতে। আবাসনে ক্লাব ঘর এখন উঠেছিল তাঁদের কাছে ওয়ার্কশপ।

  • 4/10

আবাসন জুড়ে এখন যুদ্ধকালীন প্রস্তুতি। বলা যায়, শেষ মুহূর্তের প্রস্তূতি। সোমবারই ষষ্ঠী। 
 

  • 5/10

কেউ নিজের সংসারের কাজ সামলে তড়িঘড়ি ছুটছেন ক্লাবে। আবার কেউ কেউ নিজের পড়াশুনার কাজ সেরে ঝটপট সেরেই দৌঁড়চ্ছেন থিমের কাজে। 
 

  • 6/10

বাক্সের উপরই ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীকেও। সেখানেই আঁকা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশের ছবি।

  • 7/10

বাদ যাচ্ছে না বাহনরাও। দক্ষ হাতে আবাসিকরাই দুর্দান্ত কারুকার্য ফুটিয়ে তুলছেন সেই বাক্সে। 
 

  • 8/10

আবাসনের মহিলা ও শিশুরা যোগ দিয়েছেন এই থিমের কাজে।
 

  • 9/10

বাক্সে আঁকা সম্পূর্ণ হয়ে গেলে সেগুলো যাচ্ছে মণ্ডপের সজ্জায় ।
 

  • 10/10

মহেশলার এসএম নগর হাউসিং এসটেটের অসাধারণ এই থিমই নজর কেড়েছে সকলের 
 

Advertisement
Advertisement