Advertisement

কলকাতা

KMC Elections TMC Candidate List : 'এক ব্য়ক্তি এক পদ নীতি' মানা হল কই! তৃণমূল-তালিকায় ৭ MLA-MP

অভিজিৎ বসাক
  • কলকাতা,
  • 04 Dec 2021,
  • Updated 7:21 PM IST
  • 1/14

KMC Elections TMC Candidate List: কলকাতা পুরভোটের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারপর তারা নেমে পড়েছে প্রচারে। চলছে জোরদার প্রচার। সকাল-বিকেল অলি-গলিতে চলছে তৃণমূলের প্রচার। সব ছবি সৌজন্য: ফেসবুক

আরও পড়ুন: গাজরের এই ৬ জবরদস্ত ফায়দা জানলে রোজ খাবেন, দেখুন...

  • 2/14

তবে রাজনৈতির বিশ্লেষকদের মতে, তৃণমূলের এমন কয়েকজন প্রার্থী হয়েছেন, যাঁরা ইতিমধ্যে দলের অন্য পদেও রয়েছেন। কিছুদিন আগে তারা জানিয়েছিল, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। মানে একজন ব্যক্তি, এক পদ। তবে দেখা যাচ্ছে, সেই নীতি এখানে মানা হল না।

আরও পড়ুন: চুল দিয়ে যায় ঝোলা! দুনিয়ার সবথেকে মজবুত চুল ২২ বছরের এই মহিলার

  • 3/14

তৃণমূলের প্রার্থীতালিকায় দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে অনেকে বিধায়ক রয়েছেন। সাংসদ কলকাতা পুরভোটের প্রার্থী হয়েছেন, সেই নজিরও দেখা যাচ্ছে। এ নিয়ে বিরোধীরা বিঁধেছে তৃণমূলকে। এই তালিকায় সবার আগে যে নামটা উল্লেখ করতে হয়, তা হল ফিরহাদ হাকিম। তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী।

আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার

  • 4/14

এর পাশাপাশি ফিরহাদ কলকাতা পুরসভার মেয়র ছিলেন। পুরসভার মেয়াদ শেষে তিনি ছিলেন প্রধান প্রশাসকের পদে। তিনি ফের কলকাতা পুরভোটে দাঁড়িয়েছেন। মনে করা হচ্ছে, তিনিই তৃণমূলের মেয়র পদের মুখ।

আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ হচ্ছে? আশঙ্কায় দর পড়ছে, শুরু নগদে ভাঙানোর হিড়িক

  • 5/14

তৃণমূল এবার প্রার্থী করেছে শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়কে। তিনি এবার বিধানসভা ভোটেও লড়েছিলেন। জিতেছেন। পারিবারিক বিাদ যা-ই হোত, ভোটের খাতায় তিনি সেসবের প্রভাব পড়তে দেননি। রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ নতুন নয়। তাঁর বাবা দুলাল দাস দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত।

  • 6/14

তিনি নেমে পড়েছেন প্রচারে। দিনরাতে চলছে প্রচার। 

  • 7/14

আরও একটি উল্লেখযোগ্য নাম পরেশ পাল। তিনি এখন বিধায়ক। তবে দল তাঁকে দাঁড়ি করিয়েছে ভোটে।

  • 8/14

তৃণমূল প্রার্থী করেছে দেবব্রত মজুমদারকে। তিনি কাউন্সিলর তো ছিলেনই, সেইসঙ্গে মেয়র পারিষদও ছিলেন। এবার বিধানসভা ভোটে যাদবপুর থেকে জিতেছেন।

  • 9/14

তৃণমূল প্রার্থী অতীন ঘোষ বিধানসভা ভোটে লড়েছিলেন। তিনি জিতেছেন। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। ফের চলে এসেছেন পুরভোটে।

  • 10/14

দেখা যাচ্ছে, এবার দল ৬ জন বিধায়ককে পুরসভার ভোটে প্রার্থী করেছে।

  • 11/14

এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে তারা। তবে সে সব ভুলেই তৃণমূল প্রচারের ময়দানে।

আরও পড়ুন: বালাকোট এয়ারস্ট্রাইকের সেই 'হিরো' অভিনন্দনকে বীরচক্র

  • 12/14

মালা রায় ফের কলকাতা পুরভোটে। তিনি যে ভোটে লড়ছেন এ নিয়ে অনেকে চমকে গিয়েছেন। কারণ তিনি সাংসদ। কংগ্রেসের অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

  • 13/14

মালা রায় আগে ছিলেন কংগ্রেসে। পরে যোগ দেন তৃণমূলে। দল তাঁকে সাংসদ করে। 

  • 14/14

দেবাশিস কুমার ফের কলকাতা পুরভোটের ময়দানে। এলাকায় তিনি পরিচিত দেবা দা নামে। রাজনীতির ময়দান তাঁর কাছে নতুন নয়। কলকাতা পুরসভার মেয়র পারিষদ ছিলেন। একুশে প্রথম বিধানসভা ভোটে লড়া। এবং প্রথম বারেই সাফল্য।

Advertisement
Advertisement