Advertisement

কলকাতা

বাড়িতে বসেই গঙ্গাসাগরস্নান! এক অ্য়াপেই কামাল

Aajtak Bangla
  • 20 Nov 2020,
  • Updated 12:24 PM IST
  • 1/5

বাড়িতে বসেই গঙ্গাসাগরস্নান! করোনা অতিমারীতে গঙ্গাসাগর মেলায় যাঁরা যেতে পারবেন না, তাঁদের জন্য এই উদ্যোগ রাজ্য সরকারের। চালু হচ্ছে 'ই গঙ্গাসাগর মেলা'। বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার সেখানে পুণার্থীদের থাকা-খাওয়া নিয়ে চিন্তায় প্রশাসন।

  • 2/5

এ নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক হয়েছিল। ঠিক হয়েছে, 'ই গঙ্গাসাগর মেলা ২০২১' নামে এক প্রকল্প চালু করা হবে। যেখানে সরাসরি না পৌঁছনো না গেলেও গঙ্গাসাগরে ডুব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে! এর জন্য রাজ্য সরকার একটি অ্যাপ চালু করতে চলেছে। ওই অ্যাপ থেকে বাড়িতে পৌঁছে যাবে গঙ্গাসাগরের জল।  আর অ্যাপের মাধ্যমে গঙ্গাসাগরের বিভিন্ন মুহূর্ত দেখা যাবে।

  • 3/5

করোনা সংক্রমণের আশঙ্কায় অনেকেই গঙ্গাসাগর যেতে চাইবেন না। তাঁদের জন্যই এই উপায়। এর ফলে মানুষের ভিড় কিছুটা কম থাকবে।

  • 4/5

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে নবান্নে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উত্তর দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা হাওড়া সহ বেশ কয়েকটি জেলার আধিকারিকরা।

  • 5/5

মেলার সময় মাস্ক, স্যানিটাইজারে বিশেষ জোর দেওয়া হয়েছে। আর পুণ্যার্থীদের যোগাযোগে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য পরিবহণ দপ্তরকে দেখার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement