Advertisement

কলকাতা

21 July Weather Report : বৃহস্পতিবারই নিম্নচাপ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা; একুশে কেমন থাকবে আবহাওয়া ?

Aajtak Bangla
  • 19 Jul 2023,
  • Updated 1:10 PM IST
  • 1/9

আবহাওয়া নিয়ে বড় আপডেট। বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে বৃষ্টির সম্ভাবনা। 

  • 2/9

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় ওড়িশার কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় পরিণত হতে পারে। 

  • 3/9

সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। ফলে বর্ষার বৃষ্টিও হতে পারে। ফলে সাধারণ মানুশের মনে আশঙ্কা টানা বৃষ্টি হবে না তো ? 

  • 4/9

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, যে দুটো সিস্টেম সক্রিয় তার প্রভাব সব থেকে বেশি পড়বে ওড়িশার দিকে। 

  • 5/9


ফলে ২১ জুলাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

  • 6/9

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান।
 

  • 7/9

 এই জেলাগুলিতে আবার বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ জুলাই বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। 

  • 8/9


তবে কোন সময় বৃষ্টি হবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হবে তবে তা ঘণ্টা খানেকের জন্য। 

  • 9/9


কেমন বৃষ্টি হবে ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হাল্কা থেকে মাঝারি হতে পারে। সামান্য ভারী হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না । 
 

Advertisement
Advertisement