Advertisement

কলকাতা

Rain Forecast West Bengal : ঠান্ডার মধ্যেই মঙ্গলবার থেকে দিনভর বৃষ্টি, দার্জিলিংয়ে তুষারপাত; বড় আপডেট

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2024,
  • Updated 5:57 PM IST
  • 1/11

আবহাওয়া নিয়ে বড় আপডেট। এই ঠান্ডার মধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আর সেই বৃষ্টি চলতে পারে লাগাতার। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  

  • 2/11

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায়? দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কমবেশি। 

  • 3/11

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। 
 

  • 4/11

আবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার।

  • 5/11

তবে পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 6/11

আবার বুধ ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। 

  • 7/11

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

  • 8/11

পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে। অন্যদিকে বঙ্গোপসাগরে হাইপ্রেসার জোন তৈরি হবে। আগামীকাল বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। 

  • 9/11

পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে পূবালী গরম হাওয়ায় সংস্পর্শেই বৃষ্টি হবে রাজ্যে।

  • 10/11

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামীকাল সকালেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। তাপমাত্রা এরকমই থাকবে। আগামীকালও শীতের দাপট থাকবে সকালের দিকে। 

  • 11/11

বুধ ও বৃহস্পতিবার ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়। আকাশে মেঘ না থাকবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বাড়বে রাতের তাপমাত্রা। ২০ জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement