Advertisement

কলকাতা

Sealdah Metro Station Inside photos: জুড়ছে নয়া নাম, চোখ ধাঁধানো শিয়ালদহ স্টেশন, দেখুন ভিতরের ছবি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2022,
  • Updated 3:20 PM IST
  • 1/9

শিয়ালদহ স্টেশন প্রায় সম্পূর্ণ। ৩১ মে উদ্বোধন হবে বলে খবর করেছিল বেশ কয়েকটি সংবাদমাধ্যম। তবে ওই দিন উদ্বোধন হচ্ছে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উদ্বোধন কবে হবে তা জানানো হয়নি। তবে উদ্বোধনের আগে নতুন নাম জুড়়তে চলেছে। (ছবি সৌজন্য়ে- ফেসবুক)

  • 2/9

৩১ মে-র মধ্যে না হলেও ২৫ জুনের আগে শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। যদিও এই খবর নিশ্চিত করেনি মেট্রো কর্তৃপক্ষ। এবার শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে অন্য নাম জুড়তে চলেছে খবর। (ছবি সৌজন্য়ে- ফেসবুক) 

  • 3/9

ইতিমধ্যেই বিভিন্ন  মেট্রো স্টেশনের কো-ব্র্যান্ডিং করা হয়েছে। অর্থাৎ কর্পোরেট সংস্থার সঙ্গে জুড়ে গিয়েছে স্টেশনের নাম। এতে বিকল্প পথে আয় হয় মেট্রোর। (ছবি সৌজন্য়ে- ফেসবুক)

  • 4/9

এবার শিয়ালদহ স্টেশনেও কর্পোরেট বিজ্ঞাপন চেয়ে দরপত্র দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনের আগে বসবে ওই কর্পোরেট সংস্থার নাম। (ছবি সৌজন্য়ে- ফেসবুক)

  • 5/9

কলকাতা মেট্রোর মধ্যে অন্যতম ব্যস্ততম স্টেশন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। চট করে মেট্রো ধরে পৌঁছনো যাবে সেক্টর ফাইভ। প্রচুর মানুষ কাজ করেন সেখানে। ফলে অফিস টাইমে ভিড় হবে। সেজন্য প্রশস্ত ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে।  (ছবি সৌজন্য়ে- ফেসবুক)

  • 6/9

নেট মাধ্যমেও ছড়িয়েছে শিয়ালদহ মেট্রোর ছবি। ভিতরে বিরাট জায়গা। (ছবি সৌজন্য়ে- ফেসবুক)    

  • 7/9

টিকিট কাটার জায়গা থেকে শুরু করে সব কিছুই আধুনিক মানের। সেই সঙ্গে দেওয়ালে থাকছে বাংলার সংস্কৃতির ছোঁয়া। (ছবি সৌজন্য়ে- ফেসবুক)

  • 8/9

এখন ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার রাস্তার মধ্যে পরিষেবা চলছে। (ছবি সৌজন্য়ে- ফেসবুক)

  • 9/9

শিয়ালদহ মেট্রো থেকে পরিষেবা শুরু হলে যাতায়াতের সুবিধা হবে  যাত্রীদের। আর যাত্রী স্বাচ্ছন্দ্যের সমস্ত ব্যবস্থাই রয়েছে নব নির্মিত স্টেশনে। (ছবি সৌজন্য়ে- মেট্রো রেল)
 

Advertisement
Advertisement