ভাইফোঁটায় কার্যত অগ্নিমূল্য বাজার। সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবেতেই আকাশছোঁয়া দর। এক নজরে দেখে নিন আজকের বাজারদর। তবে এই দামের সঙ্গে স্থানীয় ও পাইকারি বাজারের দামের দরের কিছুটা হেরফের থাকতে পারে। (সব ছবি ফাইল)
টমেটো কেজি প্রতি ৪০ টাকা, বিনস কেজি প্রতি ৮০ টাকা, করলা কেজি প্রতি ৬০ টাকা, বেগুন কেজি প্রতি ৪০ টাকা।
বাঁধাকপি কেজি প্রতি ২৫ টাকা, ক্যাপসিকাম কেজি প্রতি ৫৫ টাকা, গাজর কেজি প্রতি ৫০ টাকা, ফুলকপি একটির দাম ৪৫ টাকা।
ধনে পাতা এক আঁটি ২০ টাকা, শসা ১ কেজি ৩০ টাকা, পেঁয়াজ ১ কেজি ২৫ টাকা, আলু ১ কেজি ২০ টাকা।
মূলো ১ কেজি ৩০ টাকা, চিচিঙ্গা ১ কেজি ২৫ টাকা, মিষ্টি আলু ১ কেজি ২৫ টাকা, ঝিঙে ১ কেজি ২০ টাকা
আপেল ১ কেজি ২২০ টাকা, নারকেল ১ পিস ৩০ টাকা, আম ১ কেজি ৭০ টাকা।
কমলালেবু ১ কেজি ৭০ টাকা, আঙুর ১ কেজি ৮০ টাকা, তরমুজ ১ কেজি ২৫ টাকা, কলা ১ কেজি ৬৫ টাকা।
মুরগির ডিম ১ পিস ৫.৫০ টাকা, হাঁসের ডিম ১০ টাকা
চিকেন (Boneless) ১ কেজি ২১০ টাকা, চিকেন ১ কেজি ১৬০-২০০ টাকা, মটন ১ কেজি ৭৫০ টাকা।