Advertisement

পশ্চিমবঙ্গ

Petrol Diesel : পেট্রোপণ্য়ে VAT কমাচ্ছে ২৩ রাজ্য, পশ্চিমবঙ্গ আছে তালিকায় ?

Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 06 Nov 2021,
  • Updated 1:41 PM IST
  • 1/8

Petrol ও Diesel-এর উপর উৎপাদন শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। আর কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সেই পথেই হেঁটেছে ১৬ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চল। 

  • 2/8

তারা পেট্রোপণ্যের উপর VAT কমানোর সিদ্ধন্ত নিয়েছে। কেন্দ্রের আবেদনের পরই এই সিদ্ধান্ত নিয়েছে ১৬ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চল। 

  • 3/8

তবে  VAT কমাচ্ছে না ১২ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চল। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। 

  • 4/8

যে রাজ্যগুলি VAT কমাচ্ছে না সেগুলি হল, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, কেরল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পঞ্জাব, রাজস্থান এবং আন্দামান ও নিকোবর।  
 

  • 5/8

যে রাজ্যগুলি VAT কমানো থেকে নিজেদের বিরত রেখেছে সেগুলি প্রত্যেকটি বিজেপি বিরোধী রাজ্য। সেখানে ক্ষমতায় নেই গেরুয়া শিবির। 

  • 6/8

তবে ওড়িশা একমাত্র রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় না থাকলে পেট্রোল ও ডিজেলের দাম ৩ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে নবীন পট্টনায়েকের সরকার। 

  • 7/8

 এবার দেখে নেব কোন কোন রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকার নিচে।

  • 8/8

এই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাত, হরিয়ানা, অসম. চণ্ডীগড়, গোয়া, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, সিকিম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও পুদুচেরি। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement