বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি। ভোররাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়।
ইতিমধ্যেই বৃষ্টিস্নাত হুগলি, উত্তর ২৪ পরগনার বেশকিছু জায়গা। এছাড়াও আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা কলকাত সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওড়া। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
গত রবিবার থেকে দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ঝড় বৃষ্টি। লাগাতার গরমের পর এই ঝড়বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী।