Advertisement

লাইফস্টাইল

Alipore Zoo: চিড়িয়াখানা যেতে কোন মেট্রো স্টেশনে নামলে সুবিধা? এন্ট্রি ফি কত? সব তথ্য

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 Dec 2025,
  • Updated 5:07 PM IST
  • 1/10

শীত পড়লেই কলকাতার নানা পর্যটন কেন্দ্রে উপচে পড়ে ভিড়। তার মধ্যে অন্যতম আকর্ষণ আলিপুর চিড়িয়াখানা।-পিটিআই

  • 2/10

শীতের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ কলকাতায় এসে ভিড় করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান চত্বরের পাশাপাশি আলিপুর চিড়িয়াখানায়। ফলে এই সময় এলাকায় কার্যত পা ফেলার জায়গা থাকে না।

  • 3/10

বাসে: কলকাতার প্রায় সব বড় এলাকা থেকেই আলিপুর চিড়িয়াখানার দিকে সরাসরি বাস পাওয়া যায়। ধর্মতলা থেকেও একাধিক বাস রয়েছে।

  • 4/10

মেট্রো করে গেলে রবীন্দ্রসদন বা নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে বাস বা অটো ধরলেই সহজে পৌঁছে যাওয়া যায় চিড়িয়াখানায়।

  • 5/10

শীতের ভিড় সামাল দিতে পরিবহণ দফতর ও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এখন আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই।

  • 6/10

‘My Ticket’ অপশনে ক্লিক করুন

এরপর ‘Book Ticket’ নির্বাচন করুন

নির্দিষ্ট তারিখ, টিকিটের সংখ্যা ও প্রয়োজনীয় তথ্য দিন

কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করুন

পেমেন্ট শেষ হলেই কিউআর কোড হিসেবে টিকিট পেয়ে যাবেন

চিড়িয়াখানার গেটে সেই কিউআর কোড স্ক্যান করালেই প্রবেশ করা যাবে।

ওয়েবসাইট থেকেও মিলবে টিকিট

যাত্রীসাথী অ্যাপ ছাড়াও আলিপুর চিড়িয়াখানার অফিসিয়াল ওয়েবসাইট
https://kolkatazoo.in/alipore/
 

  • 7/10

যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে শুধু ট্যাক্সি নয়, হাওড়া থেকে বাবুঘাট বা চাঁদপাল ঘাট পর্যন্ত লঞ্চের টিকিটও কাটা যায়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ওয়েস্ট বেঙ্গল ইয়েলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।

  • 8/10

৩১ জানুয়ারি পর্যন্ত রোজই খোলা থাকবে আলিপুর চিড়িয়াখানা।
 

  • 9/10

শীতের ছুটিতে বাড়ির খুদে সদস্যদের নিয়ে ঘুরে আসার জন্য আলিপুর চিড়িয়াখানা হতে পারে আদর্শ গন্তব্য। আগে থেকেই টিকিট কেটে নিলে ভিড়ের মধ্যেও ভ্রমণ হবে অনেকটাই স্বচ্ছন্দ।

  • 10/10

এখন ৫ বছরের নীচে বাচ্চাদের টিকিট ২০ টাকা। ৫ বছরের ওপরে ৫০ টাকা। প্রাপ্তবয়স্কদেরও ৫০ টাকা। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement