Advertisement

পশ্চিমবঙ্গ

West Bengal Heavy Rain: রাজ্য়ের ৫ জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায়?

শঙ্খ দাস
  • কলকাতা,
  • 02 Aug 2022,
  • Updated 6:08 PM IST
  • 1/12

West Bengal Heavy Rain: উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় সেখানকার ৫টি জেলায় এবং আগামী ৪৮ ঘণ্টায় ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

  • 2/12

তিনি আরও জানান, অগাস্ট মাস জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ সাধারণ থেকে সাধারণের নিচে থাকতে পারে। এবং উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকবে। 

  • 3/12

তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

  • 4/12

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ৪৮ ঘন্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

আরও পড়ুন: টাক পড়ছে? ছেলেদের মাথায় গজাবে নতুন চুল, উপায় খুঁজে পেলেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: উগসর্গ থাকলেই COVID পরীক্ষা করাতে হবে, রাজ্যের কাছে দাবি দিলীপের

আরও পড়ুন: কন্ডোম, সোডা-আইস কিউব, অনলাইনে সবথেকে বেশি অর্ডার হয়েছে নিউ ইয়ারে

  • 5/12

এরপর থেকে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

  • 6/12

তিনি আরও জানান, উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে, তা আরও ২৪ ঘণ্টা চলবে। ওপরের ৫ জেলায় তা চলবে। অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘণ্টায়। 

  • 7/12

আগামী ৪৮ ঘণ্টায় দু'টো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেগুলো হল আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং কিছুটা জলপাইগুড়ি।

  • 8/12

তারপর থেকে ভারী বৃষ্টির সতর্কতা আর নেই আপাতত। 

  • 9/12

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা চলছে, সেটা হল হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। অর্থার অনেকক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত ৫ অগাস্ট পর্যন্ত নেই। ফলে সেখানে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি যার রেঞ্জ। 

  • 10/12

সোমবার অগাস্টে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হল স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি। সেটা দুই জায়গাতেই। 

  • 11/12

তাপমাত্রা এখন যেটা চলছে, সেটাই চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু বেশি থাকবে দিনের তাপমাত্রা। অগাস্টে গড়ে যদি উত্তরবঙ্গের তাপমাত্রা যদি দেখি, সেটা স্বাভাবিকের থেকে বেশি। দক্ষিণবঙ্গের তুলনায় সেটা বেশি থাকার কথা। সেটা কিন্তু প্রতিদিনের হিসেবে নয়, গড় হিসেব। আগামী ৪-৫ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই।

  • 12/12

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মোটের ওপর উত্তরবঙ্গের আগামী ২৪ ঘণ্টায় ৫ জেলায় ভারী। তারপর দুই জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
Advertisement