Advertisement

কলকাতা

Weather Update : দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হলেও তাপমাত্রা একই, উত্তরে বৃষ্টি

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 24 Oct 2021,
  • Updated 8:06 AM IST
  • 1/14

Weather Update: বর্তমানে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন পশ্চিমবঙ্গের জন্য নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিদায় নিয়ে নিয়েছে। এবং শনিবার পূর্ব উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে বিদায় নিয়ে নিয়েছে।

  • 2/14

২৬ অক্টোবরের মধ্যে ভারতের অন্যান্য জায়গা থেকেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়ে নেওয়ার কথা। তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাধারণত পরিষ্কার আবহাওয়া থাকবে। 

  • 3/14

তবে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাপমাত্রা খুব একটা পরিবর্তন আগামী ৪-৫ দিনে নেই। 

  • 4/14

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত পরিষ্কার আকাশ থাকার কথা কিছুদিন।

  • 5/14

কলকাতায়
রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে, একবার দেখে নিই। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

  • 6/14

আজ, রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা।

  • 7/14

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক-দু'দিন অর্থাৎ ২৫ তারিখ পর্যন্ত উত্তরের যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • 8/14

অর্থাৎ দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,কোচবিহার , আলিপুরদুয়ার। 

  • 9/14

২৫ তারিখের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মানে পার্বত্য যে সকল এলাকা রয়েছে, যেমন দার্জিলিং কালিম্পং এইসব জেলায় বৃষ্টি আরও কয়েকদিন চলবে।

  • 10/14

তবে কবে থেকে শীত পড়বে সেটা স্পষ্ট করে জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে।

  • 11/14

অবশেষে বাংলা থেকে বিদায় নিল বর্ষা। সরকারি ভাবে শনিবার ২৩ অক্টোবর বাংলা থেকে বর্ষা বিদায় নিল। এই দিনটা হওয়ার কথা ছিল আবহাওয়াবিদরা আগেই অনুমান করেছিলেন। তারা জানিয়েছিলেন সে কথা।

  • 12/14

রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে দেরি করায় তার প্রভাব পড়েছিল বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয়। দুর্গাপুজার বিভিন্ন দিনে বৃষ্টি হয়েছে। তবে এর মধ্যে একটাই বাঁচোয়া প্রবল বৃষ্টি হয়নি। আর তাই পুজোর আনন্দ মাটি হয়ে যায়নি।

  • 13/14

আপাতত দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির। সেখানকার সব জেলায় একই ছবি থাকার কথা।

  • 14/14

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির আবহাওয়া আগামী কয়েকদিন শুষ্ক প্রকৃতির থাকবে।

Advertisement
Advertisement