অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেখানকার ৫ জেলায় ভারী বৃষ্টির হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টি হচ্ছে।
কোন কোন জেলা তার মধ্যে পড়ছে জেনে নেওয়া যাক। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। এর পাশাপাশি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।
দিঘার কাছে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এবং ঝাড়খন্ডের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। আর এর জেরে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ফের নিম্নচাপ ঘনাচ্ছে সাগরে। হাওয়া অফিস জানিয়েছে ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের অভিমুখ হবে উত্তর ও ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে যাবে। তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও। দখিনা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।
তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। দুই ২৪ পরগণা এবং মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছিল। কখনও প্রবল, কখন টিপটিপ করে। আর এ কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। এর ফলে প্রবল সমস্যা পড়েন মানুষ। গাড়ি চলাচলে নাজেহাল হতে হয় তাদের। যানবাহনের গতিবেগ ধীর গতির হয়ে যায়। জল জমে যাওয়ার ফলে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৃষ্টির জেরে প্রবল সমস্য়া তৈরি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় জল জমে যায়। আর দুর্ভোগে পড়েন মানুষ। বাড়িতে, রাস্তায় জল জমে যায়। ফলে নাকাল হতে হয় তাঁদের। অনেক জায়গায় দুর্ঘটনাও ঘটেছে।