ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা উপকূলে অভিমুখ হতে চলেছে এই ঘূর্ণাবর্তের।
যার প্রভাব পড়তে পারে আমাদের রাজ্যেও। দফায় দফায় হতে পারে বৃষ্টিও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কয়েক ঘণ্টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বসিরহাট, সল্টলেক, কলকাতা, দমদম, বালি, হাওড়া, আমতা, বাগনান, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, ক্যানিং, তমলুক, হলদিয়া, খেজুড়ি, সাগরদ্বীপ, কাঁথি, মন্দারমণি, দিঘা, তাজপুরে।
দক্ষিণবঙ্গের কোনও জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যার প্রভাব পড়বে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে।
১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর।
আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, উত্তরবঙ্গেও রবিবার থেকে কমতে চলেছে বৃষ্টি। তবে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, মঙ্গলবার সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়বে। আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। তারপর বুধবার থেকে ফের দফায় দফায় বৃষ্টি।
পরবর্তী দু'তিন দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।