Advertisement

কলকাতা

কমছে ঠান্ডা! বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের এই জেলাগুলি

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2021,
  • Updated 7:43 AM IST
  • 1/8

নিম্নচাপের জেরে বাড়ছে তাপমাত্রা। ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমেছে। আগামী ২-৩ দিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানাল হাওয়া অফিস।

  • 2/8

আবহাওয়া দফতর জানিয়েছে ১৩ তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ২-১ জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। ১৪ তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। 

  • 3/8

১৪ তারিখ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হুগলি , হাওড়া, দুই ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

  • 4/8

১৫ তারিখ বৃষ্টি আবার কমে যাবে। সোমবার হাল্কা বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে। 

  • 5/8

তাপমাত্রা এই কদিন কিছুটা বাড়বে। রাতের দিকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 

  • 6/8

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, সেটা বেড়ে হয়েছে ২১ ডিগ্রি। 

  • 7/8

আগামী ২-৩ দিন আবহাওয়া এমনটা থাকবে। আকাশ মেঘলা থাকবে। 

  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা উত্তরবঙ্গে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement