Advertisement

কলকাতা

শীত থামিয়ে ফের বৃষ্টি ঢুকল রাজ্যে! জানুন আবহাওয়ার পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2021,
  • Updated 7:50 AM IST
  • 1/8

বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরেই বঙ্গে শীত প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২ দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। এমনই ইঙ্গিত দিল হাওয়া অফিস।

  • 2/8

তামিলনাড়ুর উপকূলের দিকে নিম্নচাপটি ক্রমশ এগোচ্ছে। কিন্তু তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে এ রাজ্যে।

  • 3/8

এর জেরে পারদ কিছুটা বাড়ছে। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

  • 4/8

কয়েকদিন আগেও বাংলাতে ভোরে বেলায় বেশ শীতের আমেজ উপভোগ করা যাচ্ছিল। ভোর বেলায় ঠান্ডা অনুভূত করছিলেন সকলে।

  • 5/8

তবে নিম্নচাপের জেরে শীত প্রবেশের কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২ দিন মতো আবহাওয়ার গতিপ্রকূতি এমনটাই থাকবে।

  • 6/8

হাওয়া অফিস জানিয়েছে, এখন আকাশ মূলত মেঘাচ্ছন থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 7/8

ফলে জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে, সেই খবর এখনও দিতে পারছে না হাওয়া অফিস।
 

  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের এখনই কোনও সম্ভাবনা নেই। 

Advertisement
Advertisement