ষষ্ঠীর রাতে জনজোয়ারে ভেসেছে শহর কলকাতা। আজ সপ্তমী। ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে হাওয়া অফিস সেই সঙ্গে জানাচ্ছে সুখবরও। (সব ছবি প্রতীকী)
আজ বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ফলে গরমে পরিমাণ বাড়বে।
তবে বর্ষার বিদায় ঘণ্টা বাজলেও বৃষ্টি এখনও যে পিছু ছাড়ছে না তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
জানা গিয়েছে, অষ্টমী থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতে ভ্রুকুটি রয়েছে।
মহাঅষ্টমী থেকে দশমী পর্যন্ত একটানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিুপর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামানে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। তার জেরে পুজোর মধ্যে বৃষ্টিপাতে সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে পুজোর পরেই, সম্ভবত আগামী সপ্তাহে বর্ষা পাকাপাকি ভাবে রাজ্য থেকে বিদায় নিতে পারে।
তবে পুজোর অষ্টমীর আনন্দে বরাবর একটা আলাদা টান থাকে। কিন্তু হাওয়া অফিসে যা পূর্বাভাস তাতে বিপাকে পড়বেন সকলে।
অষ্টমীর দিনই দুর্গা মণ্ডপগুলোতে ভিড় বেশি থাকে। এখন বৃষ্টি পড়লে তাতে সমস্যায় পড়বেন অনেকে।