রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ থেকে বিদায় নিল বর্ষা। উত্তরবঙ্গের পথ ধরে বর্ষা বিদায় নিল এবারের মতো।
দক্ষিণবঙ্গ থেকেও আগামী ২ দিনের মধ্যে বিদায় নেবে বর্ষা। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।
আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে শুষ্ক আবহাওয়া থাকবে। আর এই আবহাওয়া এমনই থাকবে আগামী ৪ দিন।
আজ থেকে আগামী ৫ দিনউত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে শুষ্ক আবহাওয়া। তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ না হলেও কাল হবে ঝড় ও বৃষ্টি। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী ৪ দিন।
হাওয়া অফিসের আরও বার্তা, রাজ্যে কমবে তাপমাত্রা। রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমতে থাকবে। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কমবে। ফলে ঠান্ডা অনুভূত হবে।
তাহলে কি শীত পড়তে চলেছে? এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও হাওয়া অফিসের পূর্বাভাস বর্ষা বিদায় নিচ্ছে ফলে শুষ্কতা বাড়বে আবার তাপমাত্রাও কমতে থাকবে।
হাওয়া অফিস আরও জানায়, উত্তর আন্দমান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা পরবর্তী সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
বৃহস্পতিবার তা নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি অবস্থান করবে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে।
তারপর নিম্নচাপ কীভাবে অগ্রসর হবে, তা এখনও স্পষ্ট নয়। সোমবার এই বিষয়ে আরও স্পষ্ট জানা যাবে বলে আশা প্রকাশ হাওয়া অফিসে