Advertisement

অ্যাডেনো ভাইরাসে ফের রাজ্যে মৃত ২, উদ্বেগ চরমে

অ্যাডেনো ভাইরাসে ফের রাজ্যে মৃত ২, উদ্বেগ চরমে। কলকাতার দুটি হাসপাতালে দুই শিশুর মৃত্যু ঘিরে উদ্বেগ বাড়ছে। শনিবার রাতে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। অন্যদিকে, রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দেড় বছরের একটি শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে।

অ্যাডেনো ভাইরাসে ফের রাজ্যে মৃত ২, উদ্বেগ চরমে
Aajtak Bangla
  • ,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 10:46 AM IST
  • অ্যাডেনো ভাইরাসে ফের রাজ্যে মৃত ২
  • উদ্বেগ চরমে, রাজ্যে আতঙ্ক
  • কলকাতায় দুটি শিশুর মৃত্যু

ফের অ্যাডেনোভাইরাসে শিশু মৃত্যু হল রাজ্যে। কলকাতার দুটি হাসপাতালে দুই শিশুর মৃত্যু ঘিরে উদ্বেগ বাড়ছে। শনিবার রাতে বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয়েছে এক শিশুর। অন্যদিকে, রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দেড় বছরের একটি শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডেনো ভাইরাসে।

হাওড়ার শিশুটির বাড়ি উদয়নারায়ণপুরে। পরিবারের তরফে অ্যাডেনো ভাইরাসের পাশাপাশি চিকিৎসায় গাফিলতির অভিযোগও করা হয়েছে। পরিবারের দাবি, ২ ফেব্রুয়ারি প্রথমবার ৯ মাসের শিশুকে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ১১ ফেব্রুয়ারি বাড়ি নিয়ে যাওয়ার পর ফের জ্বর আসে শিশুটির। ১৪ ফেব্রুয়ারি ফের হাসপাতালে আনা হয়। কিন্তু সেই সময় শিশুকে ভর্তি নেওয়া হয়নি। ১৯ ফেব্রুয়ারি শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ফের বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হলেও বেড না থাকায় আইসিইউ-তে রাখা যায়নি শিশুকে। এরপর গতকাল ওই শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া এদিন পর্যন্ত পাওয়া যায়নি।

অন্যদিকে, আজ ভোরে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি দেড় বছরের একটি শিশুরও মৃত্যু হয়েছে অ্যাডেনো ভাইরাসে। কল্যাণীর মাঝের চরের বাসিন্দা ওই শিশুকে কল্যাণী মেডিক্যাল কলেজ থেকে দিনচারেক আগে কলকাতা মেডিক্যালে রেফার করা হয়েছিল। পরিবারের অভিযোগ, আইসিইউ না থাকায় বেশ কয়েকটি হাসপাতালে ঘুরতে হয়। তাতে চিকিৎসায় দেরি হয়।

গোটা ঘটনায় উদ্বেগ বাড়ছে রাজ্যে। রাজ্যের তরফে স্বাস্থ্য় দফতরকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডিনো ভাইরাস মোকাবিলায়।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement