Advertisement

Metro Rail Suicide: মেট্রোর লাইনে একসঙ্গে ঝাঁপ যুগলের, পরিষেবা ব্যাহত

ফের কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। এবার একসঙ্গে আত্মহত্যার চেষ্টা যুগলের। মহাত্মা গান্ধী (এমজি) রোড স্টেশনে আপ লাইনে এই আত্মহত্যার চেষ্টা করা হয়। যদিও শেষ মুহূর্তে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।

কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে ফের যুগলের আত্মহত্যার চেষ্টা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2023,
  • अपडेटेड 3:49 PM IST

ফের কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। এবার একসঙ্গে আত্মহত্যার চেষ্টা যুগলের। মহাত্মা গান্ধী (এমজি) রোড স্টেশনে আপ লাইনে এই আত্মহত্যার চেষ্টা করা হয়। যদিও শেষ মুহূর্তে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।

 মেট্রোরেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ২টো ২৭ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।  এক পুরুষ এবং এক মহিলা দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে দ্রুত মেট্রোর লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করা হয়। 

আকস্মিক এই ঘটনার জেরে সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা। হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। দুপুর ২টো ৫৮ মিনিটে ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ-ময়দান এবং দক্ষিণেশ্বর-দমদম মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। 

প্রসঙ্গত, কয়েক মাস আগে নোয়াপাড়া স্টেশনে মেট্রো লাইনে ঝাঁপ মেরে এক সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দুই যুবক। ভরসন্ধ্যায় মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সেবার ৷ অফিস ফেরত যাত্রীরা ভোগান্তির শিকার হন ৷ সেবার নোয়াপাড়া মেট্রো স্টেশনের ডাউন লাইনে একজন পুরুষ এবং তাঁর সঙ্গে থাকা একজন মহিলা চলন্ত ট্রেনের সামনে আচমকাই ঝাঁপ দেন। এই ঘটনায় ডাউন লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। তবে কবি সুভাষ থেকে গিরিশ পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement