5G স্পেকট্রামের নিলাম শেষ হয়েছে। দেশে খুব শিগগিরই চালু হবে 5G। এখন যেটা লাখ টাকার প্রশ্ন তা হল, কবে থেকে এই পরিষেবা পাবেন গ্রাহকরা। নিলাম শেষে Jio টেলিকমের চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছিলেন, স্বাধীনতা দিবসে তাঁরা 5G লঞ্চ করাতে পারেন। যদিও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেননি।
তবে এটা পরিষ্কার যে, 5G পরিষেবা দ্রুত লঞ্চ করতে বদ্ধপরিকর টেলিকম সংস্থাগুলো। যেমন ভারতী এয়ারটেল ইতিমধ্যেই ঘোষণা করেছে, এই মাসের শেষের দিকেই তারা এই পরিষেবা দিতে শুরু করবে।
প্রথম দফায় দেশের মোট ১৩ শহরের গ্রাহকরা এই পরিষেবা পাবেন। তালিকায় রয়েছে, দিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরু, কলকাতা, চণ্ডীগড়, জামনগর, আমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, লখনউ, পুণে ও গান্ধীনগর।
আরও পড়ুন : 'বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চান না পার্থ'
এই পরিষেবা পেতে কেমন খরচ হবে ?
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আপাতত ১২ থেকে ২৪ মাসের একটা বাজেট করে চলবে টেলিকম সংস্থাগুলো। উদ্দেশ্য থাকবে, এই সময়ের মধ্যে ইউনিট প্রতি সব থেকে কম ৫০ টাকা ও সব থেকে বেশি ২২৫ থেকে ২৫০ টাকা রাজস্ব আদায় করা।
তবে সুখবর হল, 4G-র থেকে 5G-র পরিষেবা পেতে খরচ খুব বেশি হবে না। বরং সামান্য বেশি খরচেই আপনি পাবেন ভালো স্পিড। টেলিকম সংস্থাগুলোর দাবি, 5G চালু হলে কল ড্রপের সমস্য়াও কমবে। বাড়বে ভয়েস কলের কোয়ালিটি।
আরও পড়ুন : মাসে আড়াই লাখ টাকার ফল খেতেন পার্থ! এখন জেলে কী খাচ্ছেন ?
টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি ঘোষণা করেছিলেন, অক্টোবরেই দেশজুড়ে 5G চালু হতে পারে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শেষ হয়েছে 5G স্পেকট্রামের নিলাম। এই নিলামে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 5G স্পেকট্রামের স্বত্ত্ব বিক্রি হয়েছে। নিলামে সর্বোচ্চ দর দেয় মুকেশ আম্বানির সংস্থা Jio। নিলামে মোট ১,৫০,১৭৩ কোটি টাকার দর দেওয়া হয়।