Advertisement

Abhishek Banerjee: SSC-তে পার্থকে গ্রেফতার করলে NEET-এ ধর্মেন্দ্র প্রধানকে নয় কেন? প্রশ্ন অভিষেকের

এসএসসি দুর্নীতির অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রী(প্রাক্তন) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। কিন্তু NEET কান্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হয় না কেন? রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের মঞ্চ থেকে প্রশ্ন অভিষেকের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2024,
  • अपडेटेड 2:28 PM IST
  • এসএসসি দুর্নীতির অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রী(প্রাক্তন) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
  • কিন্তু NEET কান্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হয় না কেন?
  • রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসএসসি দুর্নীতির অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রী(প্রাক্তন) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। কিন্তু NEET কান্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হয় না কেন? রবিবার একুশে জুলাইয়ের মঞ্চে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'তথাকথিত এসএসসি কেলেঙ্কারিতে যদি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়, তাহলে ইডি কেন স্বাধীন ভারতের অন্য়তম বড় দুর্নীতি NEET কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না?'

অভিষেক প্রশ্ন করেন, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে যারা বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছে, তৃণমূলকে দূর্বল করতে চেয়েছিল, তাদের প্রশ্ন করব... ২০২২ সালে একুশে জুলাইয়ের পরেরদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করে। কেউ যদি কোনও দোষ করে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। কিন্তু যদি এসএসসি-টেট এর তথাকথিত অভিযোগে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁকে গ্রেফতার করা যায়, তাহলে স্বাধীন ভারতবর্ষের বৃহত্তম কেলেঙ্কারি, নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইডি গ্রেফতার করছে না কেন?'

ধর্মতলায় মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বলেন, 'ইডি, সিবিআই, বিচারব্যবস্থার একাংশকে ব্যবহার করে এরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে। এই নির্বাচনের দুই মাস আগে যারা সন্দেশখালি নিয়ে গলা চড়িয়েছিল, সেই সন্দেশখালি, বসিরহাটে ৩ লাখেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে।'

এদিন ডায়মন্ড হারবারে বিপুল ভোটে জেতানোর জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান অভিষেক। তিনি বলেন, 'আগামিদিনের লড়াই আরও বৃহত্তর। আমাদের ২৬-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরসভায়, পঞ্চায়েতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজেদের কথা ভাবলে হবে না।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement