বৃহস্পতিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তরুণ তৃণমূল নেতা অভিষেকের সুস্থতা ও উন্নতির কামনা করেছেন দলের প্রবীণ নেতারা। রাজনৈতিক মহলে আলোচিত এই উদীয়মান তারকা ইতিমধ্যেই দক্ষতার ছাপ রেখে চলেছেন, যা ভবিষ্যতে তাঁর নেতৃত্বকে আরও পরিণত করবে বলে আশা করা হচ্ছে। দলের নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “কম বয়সেই অভিষেকের নেতৃত্বের দক্ষতা প্রশংসনীয়। তাঁর চোখের সমস্যাটাও দ্রুত সেরে যাক, যাতে তাঁর কাজের গতিপ্রকৃতি আরও শাণিত হয়।”
কুণাল পোস্টে আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের স্নেহচ্ছায়ায় গড়ে ওঠা অভিষেক তাঁর আস্থাভাজন ও অত্যন্ত ঘনিষ্ঠ। মমতার মতো, অভিষেকও সমান দক্ষতার সঙ্গে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন এবং ধীরে ধীরে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠছেন। এমনকি অনেক তৃণমূল নেতাই মনে করেন, মমতার রাজনৈতিক দর্শনের যোগ্য উত্তরসূরি হিসেবে, অভিষেক তাঁর দৃঢ় অবস্থানকে আরও সুদৃঢ় করছেন।
কুণালের দাবি, “অভিষেক শুধু তৃণমূল কংগ্রেসের সেনাপতি নয়, আগামীতে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও তাঁর মধ্যে জাগ্রত। মমতার ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক হিসেবে অভিষেক ধীরে ধীরে রাজনৈতিক পরিসরে শক্ত অবস্থান তৈরি করছেন। তিনি তৃণমূলের যুগান্তরের পতাকায় কান্ডারী হয়ে উঠবেন।”
নেতৃত্বের মঞ্চে অভিষেকের এই পরিণতি এবং দক্ষতা শুধু দলের মধ্যেই নয়, বরং রাজ্যের রাজনৈতিক ও সামাজিক চালচিত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন দলের অভিজ্ঞ নেতারা।