Salt Lake Molestation Case: বিদেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ক্যাব বাইক চালকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ। ওই অ্যাপ বাইক ক্যাব চালককে দ্রুত গ্রেফতার করা হয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার, ধৃত অনলাইন বাইক চালককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, থাইল্যান্ডের বাসিন্দা এক মহিলা কর্মসূত্রে সল্টলেকের সুকান্ত নগরে ভাড়া থাকেন। রবিবার, ১৫ ডিসেম্বর রাত ১১ টা নাগাদ কলকাতা পিকনিক গার্ডেন এলাকা থেকে সল্টলেকের সুকান্ত নগরের বাড়িতে ফেরার জন্য অনলাইন বাইক বুকড করেন। বাইকে করে সুকান্ত নগরের বাড়িতে পৌঁছয় ওই ভিনদেশি মহিলা। মিটার অনুযায়ী ভাড়া হয় ৭২ টাকা বলে জানা গিয়েছে।
খুচরো না থাকায় ভাড়ার টাকা না দিয়ে হেলমেট রেখে নিজের বাড়ির দোতলায় উঠে যান মহিলা। ১৫ মিনিট অপেক্ষা করার পর অনলাইন বাইক চালক সোমনাথ মহান্তি ওই মহিলার দোতলায় টাকা চাইতে যান। সেই সময় ওই মহিলা ঘরে জামা কাপড় বদলাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় জোর করে ওই মহিলার ঘরে ঢুকে যান অনলাইন বাইক চালক। এরপর ওই মহিলার শ্লীলতাহানি করে সে বলে অভিযোগ।
অভিযোগ পেয়ে অনলাইন বাইক চালক সোমনাথ মহান্তিকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার, ১৬ ডিসেম্বর ধৃত অনলাইন বাইক চালককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
সংবাদদাতাঃ অরিন্দম ভট্টাচার্য