Advertisement

বাঙালি খানা চেটেপুটে খেলেন শাহ, আপ্লুত মতুয়া পরিবার

মতুয়া (Matua) পরিবারে মধ্যাহ্ন ভোজন সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার নিউটাউনে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। মেনুতে ছিল ভাত. রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েস। মাটির থালায় কলাপাতার ওপরে খেতে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সঙ্গে ছিলের রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন দীলিপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়র মত নেতারা। এদিন তাঁদের জন্য নিজে হাতে রান্না করেন নবীনবাবুর স্ত্রী।

মতুয়া পরিবারে অমিতের আহার, (ছবি-বিজেপি বেঙ্গল ট্যুইটার)
মনোজ্ঞা লইয়াল / অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 06 Nov 2020,
  • अपडेटेड 5:16 PM IST
  • মতুয়া পরিবারে মধ্যহ্ন ভোজন অমিত শাহর
  • মতুয়া মন্দিরেও গেলেন অমিত
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ মতুয়াদের

মতুয়া (Matua) পরিবারে মধ্যাহ্ন ভোজন সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার নিউটাউনে নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। মেনুতে ছিল ভাত. রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েস। মাটির থালায় কলাপাতার ওপরে খেতে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সঙ্গে ছিলের রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ছিলেন দীলিপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়র মত নেতারা। এদিন তাঁদের জন্য নিজে হাতে রান্না করেন নবীনবাবুর স্ত্রী।

অমিত শাহ তাঁদের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করায় আপ্লুত গোটা বিশ্বাস পরিবার। এপ্রসঙ্গে এদিন নবীনবাবু বলেন, "আমার স্ত্রী যা যা খাবার তৈরি করেছেন তা সবই খেয়েছেন অমিত শাহ। সব খাবার, বিশেষত নলেন গুড়ের পায়েস তাঁর খুব পছন্দ হয়েছে। আমার মেয়েকে তিনি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন।"  একইসঙ্গে সিএএস আইন পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলেও জানান নবীনবাবু। পাশাপাশি মতুয়াদের উন্নয়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যথাসাধ্য করার আশ্বাস দিয়েছেন বলেও জানান নবীন বিশ্বাস। এদিন মতুয়াদের মন্দিরেও যান অমিত শাহ। সেখানেও পুষ্পবৃষ্টিতে আমন্ত্রণ জানানো হয় তাঁকে।

মতুয়াদের মন্দিরে গিয়েছিলেন অমিত শাহ

 

এদিন সকালে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে পুজো দিয়ে দিনের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মা ভবতারিণীর মন্দিরে পুজো দেন তিনি। অমিত শাহ বলেন, "দক্ষিণেশ্বরে মন্দিরে এসে আমার প্রত্যেকবার নতুন চেতনা হয়। এই মাটির থেকে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ সহ বহু মানুষ এসেছেন। এখান থেকে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন। বাংলার মানুষের কাছে আহ্বান এই পবিত্র মাটিতে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করুন। মায়ের কাছে বাংলার ও দেশের মানুষের জন্য প্রার্থনা করেছি, সকলে যাতে ভাল থাকেন।"মোদীর নেতৃত্বে দেশ আবারও পৃথিবীর বুকে এক নম্বর হবে বলেও আশাপ্রকাশ করেন অমিত শাহ। তার পর তিনি যান উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করতে। সেখানে বেশ কিছুক্ষণ সুরেলা পরিবেশে সময় কাটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  

Advertisement

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement