Advertisement

Anish khan Death Mamata Banerjee : 'সরকারকে দুর্বল ভাববেন না, পুলিশকে কাজ করতে দিন', আনিস কাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী

Anish khan Death Mamata Banerjee : আনিস খানের মৃত্যুর ঘটনায় ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'আমতায় SIT-কে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে। তারপরও পুলিশের ২ জনকে গ্রেফতার হয়েছে।'

আনিস খান (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2022,
  • अपडेटेड 4:34 PM IST
  • আনিস খানের মৃত্যুর ঘটনায় ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে
  • নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
  • তিনি বলেন, 'আমতায় SIT-কে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে।'

আনিস খানের মৃত্যুর ঘটনায় ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'আমতায় SIT-কে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে। তারপরও পুলিশের ২ জনকে গ্রেফতার হয়েছে। তবে তারা দোষী কিনা জানি না। আইন আইনের পথে চলবে। তারা যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে সেই জন্য গ্রেফতার করা হয়েছে।' আনিস-কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। গতকাল মহাকরণ অভিযানের সময় কার্যত স্তব্ধ হয়ে যায় কলকাতা। তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সরকারকে দুর্বল ভাববেন না। পুলিশকে পুলিশের কাজ করতে দিন।' 

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সরকার গোটা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখছে। যেখানে অভিযোগ থাকবে সেখানে সরকার কাজ করবে। আর যাঁরা রাজনীতি করছেন, তাঁদের বোঝা উচিত আমি আন্দোলন করে বড় হয়েছি। আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায়।' 

পুলিশকে পুলিশের কাজ করতে দিন, নবান্নে বললেন মুখ্যমন্ত্রী (ফাইল ছবি)

গতকালের মহাকরণ অভিযানের কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'রাজনৈতিক কারণে কেউ কেউ অতিরিক্ত করে ফেলেছেন। আন্দোলন করার অধিকার আছে। এক জায়গায় বসে আন্দোলন করুন। মানুষকে বিপদে ফেলবেন না। কেউ হাসপাতালে যাবে, কেউ কলেজে যাবে। তাও রাস্তা অবরোধ করা হয়েছে। মানুষ অসুবিধেয় পড়েছে। এই কালচার সহ্য করা হবে না। অনেক হয়েছে। ৩০ বছর এই কালচার দেখে অভ্যস্ত হয়ে গেছি।' 

আরও পড়ুন : দ্বিতীয় পোস্টমর্টেম CBI-ই করবে, এখনও অনড় আনিসের বাবা

গতকালের আনিস কাণ্ড নিয়ে যে অভিযান সেজন্য মিডিয়ার একাংশকে দায়ি করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,  'পুলিশ পুলিশের কাজ করুক। আইন আইনের কাজ করুক। আমার কোনও আপত্তি নেই। আমি সিপিএম বা বিজেপির স্বার্থ দেখার জন্য এখানে আসিনি। আমি মানুষের স্বার্থ দেখতে এসেছি। কাজে কেউ মনে করেন TRP বাড়াবেন, আগুন জ্বালাবেন তাহলে তা বরদাস্ত করা হবে না। এত দুর্বল আমাদের ভাববেন না।'

Advertisement

আরও পড়ুন : আনিস খান হত্যাকাণ্ডে অবশেষে গ্রেফতার, ধৃত হোমগার্ড-সিভিক ভলান্টিয়ার

আনিস কাণ্ডে সিবিআই তদন্তের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেকে সিবিআই সিবিআই করছেন। কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ উদ্ধার করেতে পেরেছে সিবিআই? নন্দীগ্রামে ১৪ জনের হত্যার তদন্তেও সিবিআই ছিল। সেই কেসের কোনও সুরাহা করতে পেরেছে ওরা? তাপসী মালিকের কেস তো সিবিআই-এর হাতে। কই তারা তো সমাধান করতে পারেনি।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement