Advertisement

Arijit Singh: অরিজিতের কনসার্ট অ্যাকোয়াটিকায়? BJP-র অভিযোগ 'ডাহা মিথ্যে', দাবি TMC-র

ইকো পার্কে (Ecopark) অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্টের (concert) অনুমতি বাতিল নিয়ে বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত ভেসে উঠছিল। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছিল, চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ার কারণেই ইকো পার্কে কনসার্ট করতে দেওয়া হচ্ছে না অরিজিতকে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শমীক ভট্টাচার্য-সহ বিজেপির একাধিক নেতা মুখ খুলেছিলেন বিষয়টিতে। শাসক দলের তরফে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই অনুমতি দেয়নি প্রশাসন।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Dec 2022,
  • अपडेटेड 3:57 PM IST
  • ইকো পার্কে (Ecopark) অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্টের (concert) অনুমতি বাতিল নিয়ে বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত ভেসে উঠছিল।
  • বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছিল, চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ার কারণেই ইকো পার্কে কনসার্ট করতে দেওয়া হচ্ছে না অরিজিতকে।

ইকো পার্কে (Ecopark) অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্টের (concert) অনুমতি বাতিল নিয়ে বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান মতামত ভেসে উঠছিল। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছিল, চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ার কারণেই ইকো পার্কে কনসার্ট করতে দেওয়া হচ্ছে না অরিজিতকে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থেকে শমীক ভট্টাচার্য-সহ বিজেপির একাধিক নেতা মুখ খুলেছিলেন বিষয়টিতে। শাসক দলের তরফে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই অনুমতি দেয়নি প্রশাসন। 

তবে এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, 'অরিজিৎ সিং নিয়ে কুৎসা করা হচ্ছে। বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে 'গেরুয়া' গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে। এটি ডাহা মিথ্যা। অরিজিৎ 'গেরুয়া' গেয়েছেন ১৫/১২/২২। আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮/১২/২২। তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে।'

 


কুণাল ফেসবুক পোস্টে আরও লিখেছেন, 'অরিজিতের অনুষ্ঠান হবে। তবে অন্য জায়গায়।  ৯/১২/২২ অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে। আজও পরিদর্শন চলছে। সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এ নিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে। অরিজিৎ বাংলার গর্ব। তাকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার। উল্লেখ্য, সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই , বিতর্ক হয় নি তো?'

আরও পড়ুন-'বেছে বেছে অনুষ্ঠান বাতিল,' অরিজিতের শো বাতিল প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

অরিজিৎতের শো ইকোপার্ক থেকে বাতিল হওয়ার পর বিভিন্নরকম চাপানউতোরে কাল প্রথম মুখ খুলেছে শাসকশিবির। এদিন দলের মুখপাত্রও অরিজিৎ সিংয়ের সঙ্গে রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। 
বিজেপির যুক্তি ছিল, অরিজিৎ কলকাতা ফিল্ম ফেস্টিভালের মঞ্চে ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন। তাই তাঁর কনসার্ট বাতিল করে দেওয়া হয়েছে।

Advertisement

আগামী ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিতের ওই কনসার্ট হওয়ার কথা ছিল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওই সময়ে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি ২০-এর অনুষ্ঠান রয়েছে। একই জায়গায় তাই ওই কনসার্টের অনুমতি দেওয়া যায়নি। ইতিমধ্যেই উদ্যোক্তারা বিকল্প জায়গার সন্ধান করছেন। ৫০ হাজার দর্শক ধরে এমন কোনও ওপেন এয়ার কনসার্ট স্পটের সন্ধান চলছে। ওইসময়ই জি ২০-র কর্মসূচি। আন্তর্জাতিক অতিথিরা থাকবেন। তা ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে ভারতে এবার সেই ইভেন্ট হচ্ছে। 

আরও পড়ুন-অরিজিতের শো বাতিল! 'আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে', বললেন ফিরহাদ

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement