Advertisement

Bandel Station Closed: আজ থেকে এক মাসের জন্য বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু লোকাল ট্রেন

Bandel Station Closed: আজ, শনিবার থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। যে কারণে ফের হয়রানির শিকার হবেন যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী একমাস হাওড়া থেকে দু’টি ব্যান্ডেলগামী ও একটি মেমারিগামী আপ ট্রেন বাতিল থাকবে। আপাতত মোট ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৪ জুলাই থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

ব্যান্ডেল স্টেশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jun 2022,
  • अपडेटेड 9:15 AM IST
  • আজ, শনিবার থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন
  • চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ
  • যে কারণে ফের হয়রানির শিকার হবেন যাত্রীরা

Bandel Station Closed: আজ, শনিবার থেকে এক মাসের জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। যে কারণে ফের হয়রানির শিকার হবেন যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী একমাস হাওড়া থেকে দু’টি ব্যান্ডেলগামী ও একটি মেমারিগামী আপ ট্রেন বাতিল থাকবে। আপাতত মোট ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৪ জুলাই থেকে স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

এই সময়কালে ব্যান্ডেল থেকে কাটোয়া ও বর্ধমানগামী ট্রেনও বাতিল থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে ডাউন হাওড়া লোকাল ট্রেনও। 

গত ২৭ মে বেলা ৩টে থেকে ৩০ মে সোমবার বেলা ৩টে পর্যন্ত ৭২ ঘণ্টা ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ ছিল। যার জেরে এই তিনদিন ধরে প্রবল ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে সোমবার সময়ের আগেই ব্যান্ডেলে চালু হয়ে যায় ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, আজ সকাল ৮টা ৪০ নাগাদ হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে। 

নন-ইন্টারলকিং কাজের জন্যই ব্যান্ডেল স্টেশন তিনদিন বন্ধ ছিল। বাতিল করা হয়েছিল বহু লোকাল ট্রেন। দূরপাল্লার মেল, এক্সপ্রেস মিলিয়ে প্রায় ৪০ জোড়া ট্রেন বাতিল করা হয়েছিল।

ইলেকট্রনিক ইন্টারলকিং-এ বিশ্বে সবচেয়ে বড় রুট হচ্ছে ব্যান্ডেল স্টেশনে, দেশে তো বটেই। জানা গিয়েছে, রেলের তরফে ইতিমধ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের কাছে নাম তোলার প্রস্তাব পাঠানো হয়েছে। ব্রিটিশ রুট রিলে ইন্টারলকিং সিস্টেম বাতিল করে ব্যান্ডেল স্টেশনে জার্মান প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা (EIS) চালু করায় একাধিক ট্রেনের সিগন্যালের জন্য ‘ওয়েটিং টাইম’ অনেকটাই কমে যাবে। ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা (EIS) চালু করায় ‘ওয়েটিং টাইম’ কমানোর পাশাপাশি ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা প্রায় শূন্য। এছাড়া কুয়াশাতেও সিগন্যালেরও কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement