Advertisement

Awas Yojana Money: বাংলার আবাস যোজনায় ১১ লক্ষ বাড়ি, ডিসেম্বর থেকেই টাকা দেওয়া শুরু

বাংলা আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। রাজ্যের ১১ লক্ষ মানুষকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, একসঙ্গে এই পরিমাণ টাকা মিলবে না।

বাংলার আবাস যোজনায় ১১ লক্ষ বাড়ি, ডিসেম্বর থেকেই টাকা দেওয়া শুরু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2024,
  • अपडेटेड 11:28 AM IST
  • তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে
  • রাজ্যের ১১ লক্ষ মানুষকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত

বাংলা আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। রাজ্যের ১১ লক্ষ মানুষকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, একসঙ্গে এই পরিমাণ টাকা মিলবে না। তিন কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য। প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হবে।  ২০ ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। পরের কিস্তিতে ৪০ হাজার টাকা দেওয়া হবে। শেষ কিস্তিতে দেওয়া হবে বাকি ২০ হাজার টাকা।

কেন্দ্রকে বাদ দিয়ে এই প্রকল্পের নাম ‘বাংলার আবাস যোজনা’ রাখা  বলেও নবান্ন খবর। বুধবার এই সংক্রান্ত বৈঠক করে আবাস যোজনা নিয়ে একাধিক নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্ত। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব থেকে শুরু করে প্রতিটি জেলাশাসক। ২০২২ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ১১ লক্ষ বাড়ি তৈরির প্রশাসনিক ছাড়পত্র দিয়েছে, কিন্তু টাকা বরাদ্দ করা হয়নি। তাই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্য সরকার বাড়ি তৈরির টাকা দেবে। 

এদিকে, আবাস যোজনার টাকা দেওয়ার জন্য পুনরায় নাম যাচাইয়ের প্রয়োজন। রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই যাচাইয়ের কাজ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে সেই এসওপি। তার পর আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকেই দল গঠনের কাজ শুরু করতে হবে প্রতিটি জেলাকে। ফিল্ড ভেরিফিকেশন করা বাধ্যতামুলক।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, কারা এই প্রকল্পের টাকা পাবেন তা নিয়েও এদিন গাইডলাইন প্রকাশ করা হয়। যাদের তিন-চার চাকার গাড়ি, তিন-চার চাকার কৃষি যন্ত্রপাতি রয়েছে তাঁরা বাংলার আবাস যোজনার টাকা পাবেন না। মাসিক ১৫ হাজারের বেশি আয় করা পরিবার এবং আয়কর দেওয়া পরিবারগুলিও এই প্রকল্পের আওতায় আসবে না। পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং  ৫ একর অসেচযুক্ত কৃষিজমি রয়েছে, তাঁরাও বাড়ি তৈরির টাকা পাবেন না।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement