Advertisement

Mamata Banerjee House Kali Puja: ৪৭ বছরের বাড়ির পুজোয় এবারও ভোগ রাঁধালেন মমতা, সপরিবারে এলেন অভিষেক

প্রতি বছরের মতো চলতি বছরেও ধুমধাম সহকারে কালীপুজো আয়োজিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠা ভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন তৃণমূলনেত্রী। এবারও সকাল থেকেই পুজোর আয়োজনে তদারকি করতে দেখাযায় বাংলার মুখ্যমন্ত্রীকে । পুজো উপলক্ষে ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। পুজোর আচার অনুষ্ঠানের বিভিন্ন কাজ নিজ হাতে সারতে দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। প্রতিবারের মতো রান্না করেন মায়ের ভোগও।

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 9:38 PM IST

প্রতি বছরের মতো চলতি বছরেও ধুমধাম সহকারে কালীপুজো আয়োজিত হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠা ভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন তৃণমূলনেত্রী।  এবারও সকাল থেকেই পুজোর আয়োজনে তদারকি করতে দেখাযায় বাংলার মুখ্যমন্ত্রীকে । পুজো উপলক্ষে  ৩০, বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ছিল সাজ সাজ রব। পুজোর আচার অনুষ্ঠানের বিভিন্ন কাজ নিজ হাতে সারতে দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। প্রতিবারের  মতো রান্না করেন মায়ের ভোগও।

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী নিজেই। সেখানে তিনি জানান, চলতি বছরে তাঁর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিচ্ছে। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তাঁর মায়ের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। সেই ঘটনার কথা জানাতে  গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল।' তিনি লেখেন,' আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কামনা আমার।' তারই সঙ্গে সকলকে কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।'

প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ধুমধাম সহকারে পুজো আয়োজিত হয়। সেই পুজোয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে প্রশাসনিক আমলারাও থাকেন উপস্থিত। দেখা যায় বহু সেলেব থেকে তারকা খেলোয়াড়কে। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে কালীঘাটে ভিড় জমান বহু মানুষ। এবারও পুজো উপলক্ষে তার বাড়িতে হাজির ছিলেন সাধারণ মানুষ থেকে ভিভিআইপি সকলে। পরিবারের সঙ্গে পুজোতে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই বছরও বাড়ির উঠোনেই কালী পুজোর আয়োজন করা হয়। গ্রাম বাংলার এক টুকরো ছবি উঠে এসেছে এই পুজোর মণ্ডপ সজ্জায়। পাকা ধানের শিস, কুলো, হাতপাখা, লক্ষ্মীর ভাঁড় দিয়ে সাজানো হয়েছে গোটা উঠোন। গ্রাম বাংলার এইসব ঐতিহ্যবাহী সামগ্রীতে সেজে উঠেছে মণ্ডপও।                              

Advertisement

 মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর মায়ের ভোগে থাকে খিচুড়ি। সঙ্গে থাকে লাবড়া। এছাড়াও বেগুন ভাজা সহ ৫ রকমের ভাজা থাকে মায়ের পুজোর ভোগের পদে। সঙ্গে থাকে চাটনি ও পায়েস। বাড়ির কালীপুজোয় গোটা আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে তাদরকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement