Advertisement

Jyotipriya Mallick Arrest: গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, মাঝরাতে মন্ত্রীকে সিজিও-দফতরে আনল ED

রেশন বণ্টন মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে নিয়ে এল ইডি। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ তাঁকে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা। 

ছবি সংগৃহীত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2023,
  • अपडेटेड 7:58 AM IST
  • রেশন বণ্টন মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে নিয়ে এল ইডি।
  • বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ তাঁকে নিয়ে আসা হয়েছে।

রেশন বণ্টন মামলায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে নিয়ে এল ইডি। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ তাঁকে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা। 

গতকাল, বৃহস্পতিবার সাত সকালে জ্যোতিপ্রিয়র বাড়িতে পৌঁছে যায় ইডি-র টিম। সল্টলেকে তাঁর পাশাপাশি দুটি বাড়ি রয়েছে। সেখানে প্রথমে শুরু হয় তল্লাশি। পরে বেনিয়াটোলের বালুর পৈতৃক বাড়িতেও হাজির হয় কেন্দ্রীয় সংস্থার অপর একটি টিম। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি চলে। তবে তাঁর বাড়ি থেকে রাত ১২ টা নাগাদ বেরিয়ে যান আধিকারিকরা।

তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে থাকে। অন্তত ১০ সেকশন বাহিনী ছিল তাঁর বাড়ির সামনে। রাত ২ টো-র পর থেকেই গ্রেফতারির তোড়জোড় শুরু হয়ে যায় বলে সূত্রের খবর।

রাত ২ টো ৪৫ মিনিটে জ্যোতিপ্রিয়র বাড়ির সামনে প্রস্তুত হয় কেন্দ্রীয় বাহিনী। ২ টো ৫৫ মিনিটে ইডি-র গাড়ি গিয়ে দাঁড়ায় মন্ত্রীর বাড়ির সামনে, রাত ৩ টে ২০ মিনিটে বাড়ির ভিতর থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তাঁকে সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যায় ইডি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement