Advertisement

অর্জুনকে ফের TMC-তে নেওয়ায় নিন্দায় সরব বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন

বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশানের সভাপতি বলেন,"অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরে সাম্প্রদায়িক হিংসায় উষ্কানি দেওয়ার অভিযোগ রয়েছে৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে৷ সংসদে সিএএ-র পক্ষে ভোট দিয়েছিলেন অর্জুন। তিনি কি তাঁর ভোট ফিরিয়ে নেবেন? আজান বাজানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অর্জুন। তিনি কি পিটিশন প্রত্যাহার করবেন? সাম্প্রদায়িক মানুষ অর্জুন সিং এবং বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা তৃণমূলের এই পদক্ষেপের নিন্দা করছি।" 

অর্জুন সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2022,
  • अपडेटेड 11:25 AM IST
  • বাবুলের পর নিশানায় অর্জুন
  • তৃণমূলে প্রত্যাবর্তন অর্জুন সিংয়ের
  • নিন্দায় সরব বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশান

বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) পর এবার অর্জুন সিংকে (Arjun Singh) নিয়েও নিজেদের আপত্তি তুলে ধরল বেঙ্গল ইমাম অ্যালোসিয়েশান। রবিবার বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দেন অর্জুন সিং। তারপরেই তৃণমূলের এই সিদ্ধান্তের সমালোচনা করেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশানের সভাপতি মহম্মদ ইয়াহিয়া। 

বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশানের সভাপতি বলেন,"অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যারাকপুরে সাম্প্রদায়িক হিংসায় উষ্কানি দেওয়ার অভিযোগ রয়েছে৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল কর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে৷ সংসদে সিএএ-র পক্ষে ভোট দিয়েছিলেন অর্জুন। তিনি কি তাঁর ভোট ফিরিয়ে নেবেন? আজান বাজানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অর্জুন। তিনি কি পিটিশন প্রত্যাহার করবেন? সাম্প্রদায়িক মানুষ অর্জুন সিং এবং বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা তৃণমূলের এই পদক্ষেপের নিন্দা করছি।" 

বিগত কিছুদিনের জল্পনার পর এদিন অবশেষে তৃণমূলের 'ঘর ওয়াপসি' ঘটে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিংয়ের। যোগদানের পর অর্জুন সিং বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে, মানে যে ঘড়ের ছেলে ছিলাম সেখানেই ফিরে এসেছি। মাঝে কিছু ভুল বোঝাবুঝির জন্য বিজেপিতে গিয়েছিলাম। এয়ার কন্ডিশান ঘরে থেকে, ফেসবুকে বাংলায় রাজনীতি করা যায় না।" 

অর্জুন সিং আরও বলেন,"খুব শীঘ্রই ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই হতে চলেছে। যার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেই আমাদের বিশ্বাস। একইসঙ্গে সাংসদ পদে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের প্রতীক নিয়ে আরও ২ জন সাংসদ বিজেপিতে আছেন। আগে তাঁরা ছেড়ে দিন। তাহলে আমিও ছেড়ে দেব।" 

আরও পড়ুনমডেলিংয়ের প্রলোভন দিয়ে বধূকে 'গণধর্ষণ', শ্রীরামপুরে গ্রেফতার ২

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement