Advertisement

Best Selling Alcohol: রাম, হুইস্কি না ভদকা, কলকাতায় কোন ব্র্যান্ডের পানীয় সবথেকে বেশি বিক্রি হচ্ছে বর্ষবরণে?

আজ, রবিবার বর্ষবরণের রাত, যতই কড়াকড়ি থাকুক পার্টি হবেই। বাঙালির উৎসব এখন অনেক পাল্টে গিয়েছে। রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে এখন বাঙালির পার্টি মানেই বিভিন্ন পানীয়ের ছড়াছড়ি। ২০২২ সালে বছরের শেষ সপ্তাহে বাংলায় মদ বিক্রি হয়েছিল ৬২০ কোটি টাকার।

প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2023,
  • अपडेटेड 2:18 PM IST
  • আজ, রবিবার বর্ষবরণের রাত, যতই কড়াকড়ি থাকুক পার্টি হবেই।
  • বাঙালির উৎসব এখন অনেক পাল্টে গিয়েছে।

আজ, রবিবার বর্ষবরণের রাত, যতই কড়াকড়ি থাকুক পার্টি হবেই। বাঙালির উৎসব এখন অনেক পাল্টে গিয়েছে। রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে এখন বাঙালির পার্টি মানেই বিভিন্ন পানীয়ের ছড়াছড়ি। ২০২২ সালে বছরের শেষ সপ্তাহে বাংলায় মদ বিক্রি হয়েছিল ৬২০ কোটি টাকার। এ বছর বড়দিন ও আগে-পরে মিলিয়ে তিন দিনে বিক্রি সাড়ে তিনশ কোটি ছাড়িয়েছে। বর্ষশেষের হিসাব ধরলে আগের বছরের রেকর্ড হেলায় ভাঙবে বলে মনে করছেন আবগারি কর্তারা। 

এখন দেখে নেওয়া যাক কোন কোন ব্র্যান্ডের অ্যালকোহল পানীয় কলকাতায় সবচেয়ে বেশি চলছে। কলকাতা ও শহরতলির বেশকিছু দোকানের কর্মীদের সঙ্গে কথা বলে মোটামুটি ভাবে একটা ধারণা মিলেছে। তাতে ব্র্যান্ডের নাম নিয়ে খুব একটা হেরফের নেই।

হুইস্কি
সবথেকে পছন্দের পানীয়ের তালিকায় রয়েছে হুইস্কি। এই ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্লেন্ডারস প্রাইড। যাকে ছোট করে 'বিপি' বলছেন সুরাপ্রেমীরা। সিগ্রামস্ ব্লেন্ডার্স প্রাইড সিলেক্ট প্রিমিয়ামের ৭৫০ মিলি বোতলের দাম ৯৮০ টাকা। এর একটা ৩৭৫ মিলির বোতলও রয়েছে। তার দাম ৫২০ টাকা। ব্লেন্ডার্স প্রাইড রিজার্ভ কালেকশনের হুইস্কিও ভাল বিক্রি হচ্ছে। এর দাম একটু বেশি। ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ১১৯০টাকা।

এরপরই বিক্রিতে এগিয়ে হান্ড্রেড পাইপার্স। টিচার্স ও ব্যালেন্টাইন। টিচার্সে হাইল্যান্ড পার্কের দাম ১৮৮০ টাকা। ঠিক একই দাম হান্ড্রেড পাইপার্স ব্লেন্ডেড স্কচ হুইস্কিরও। এর চেয়ে দশটাকা বেশি দাম হল ব্ল্যাক অ্যান্ড ব্লেন্ডেড স্কচ হুইস্কির। ব্ল্যাক লেবেল ব্লন্ড ব্লেন্ডেড স্কচ। ২৫০০ টাকা দামের এই হুইস্কিও অনেকেই কিনছেন। তা ছাড়া জেমিসন আইরিস হুইস্কি, জে অ্যান্ড বি, দিওয়ার্স হোয়াইট লেবেলও বিক্রিতে এগিয়ে।

ভদকা
মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে ভদকা। এছাড়াও যারা বাইরে পিকনিক করতে যাবেন, তারা একটা ভদকা রেখে দিচ্ছেন স্টকে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ম্যাজিক মোমেন্ট ভদকা। এর দাম সাড়ে ৬০০ টাকা। একটু দামি রেঞ্জের মধ্যে ম্যাজিক মোমেন্ট ভার্ভ ভদকাও নতুন এন্ট্রি হিসাবে খারাপ বিক্রি হচ্ছে না। এর ৭৫০ মিলি বোতলের দাম ৮২০ টাকা। ম্যাজিক মোমেন্ট ছাড়াও স্মারনফের বিক্রিও ভাল হচ্ছে। এর সাড়ে ৭০০ মিলিলিটার বোতলের দাম এখন ৮৮০টাকা। নর্মাল অ্যাবসোলিউট সাড়ে সাতশ মিলি বোতলের দাম ১৯০০। তবে এই ভদকা এখন লেমন, রাস্পবেরি, গ্রেপফ্রুট ইত্যাদি নানা স্বাদে পাওয়া যাচ্ছে। দাম কিছুটা বেশি।

Advertisement

রাম
এই শীতে রামের বিক্রি দেদার। রামের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভ। সেই সঙ্গে নর্মাল ওল্ড মঙ্কও ভাল বিক্রি হচ্ছে। ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভের দাম ৭৩০ টাকা। ওল্ড মঙ্ক ট্রিপল এক্স পেট বোতলের দাম ৫৬০ টাকা। 

(প্রতিবেদন শুধুই তথ্যের জন্য। কাউকে অ্যালকোহল পানের ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য নয়। মদ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। মদ খেয়ে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। তাই সতর্ক থাকা বাঞ্ছনীয়)

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement