'মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রত্যাশিত ছিল।' বললেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজতক বাংলাকে তিনি বলেন, 'ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা। এই ভোটে তিনি জিতবেন, সেটা প্রত্যাশিত ছিল। তবে নন্দীগ্রামে আমরা তাঁকে হারিয়েছিলাম, এটা ভুলে গেলে চলবে না।'
২০১১ সালের ভোটের ব্যবধান অতিক্রম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জয় কার্যত নিশ্চিত। এখন শুধু ঘোষণার অপেক্ষা। BJP-র প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের থেকে ৫৮ হাজারের থেকেও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বেশি ভোটে জেতার পিছনে কারণ কী? আজতক বাংলাকে দিলীপ ঘোষ বলেন, 'ভবানীপুর হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা। তিনি আগেও এই কেন্দ্র থেকে জিতেছেন। তাঁর এই জয় প্রত্যাশিত ছিল। তবে আমাদের কর্মীরা লড়াই করেছেন। তবে ভুলে গেলে চলবে না, আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন নন্দীগ্রামে।'
দিলীপ ঘোষ আরও বলেন, 'ভবানীপুরে আমাদের কর্মী-সমর্থকদের প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে, সুকান্ত মজুমদারকে একাধিকবার বাঁধা দেওয়া হয়েছে। সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হল, আমাদের ভোটাররা ভোট দিতে যেতে পারেননি। তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। আমরা লড়াই করেছি। হারা-জেতা থাকেই।'
প্রসঙ্গত, এদিন গণনার প্রথম থেকেই এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা যত বাড়তে থাকে, ততই বাড়তে থাকে ভোটের ব্যবধান।