Advertisement

Salt Lake Roads: সল্টলেকে ঝাঁ চকচকে রাস্তা, ওয়ার্ড পিছু ১০ লক্ষ টাকা করে বরাদ্দ পুরসভার

সল্টলেকের রাস্তাঘাট সংস্কারের জন্য ওয়ার্ড প্রতি ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বিধাননগর পুরসভা ৪১টি ওয়ার্ডের প্রতিটির জন্যই ১০ লক্ষ টাকা লাগবে বলে জানানো হয়েছে। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল একথা জানিয়েছেন। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Apr 2023,
  • अपडेटेड 2:57 PM IST
  • সল্টলেকের রাস্তাঘাট সংস্কারের জন্য ওয়ার্ড প্রতি ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
  • বিধাননগর পুরসভা ৪১টি ওয়ার্ডের প্রতিটির জন্যই ১০ লক্ষ টাকা লাগবে বলে জানানো হয়েছে।

সল্টলেকের রাস্তাঘাট সংস্কারের জন্য ওয়ার্ড প্রতি ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বিধাননগর পুরসভা ৪১টি ওয়ার্ডের প্রতিটির জন্যই ১০ লক্ষ টাকা লাগবে বলে জানানো হয়েছে। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল একথা জানিয়েছেন। 

পুরসভার রাস্তা মেরামত বিভাগের একজন প্রবীণ আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে তহবিল চাওয়া হয়েছিল। এখন বিশদে রিপোর্ট তৈরি করা হবে। তারপর তা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। তারপর পুরসভা কবে নাগাদ কাজ শুরু করবে, তা ঠিক হবে। ওই টাকা দিয়ে শুধু প্যাচওয়ার্ক করা হবে।

সল্টলেক, রাজারহাটের কিছু অংশ, বাগুইআটি, চিনার পার্ক এবং কেষ্টপুরের রাস্তা মেরামতের করা হবে। ওই এলাকাগুলির একাধিক অংশ বেহাল। সল্টলেকের অনেক রাস্তা খারাপ অবস্থায় রয়েছে৷ পুরসভা সূত্রে খবর, গত আট বছরেও ওই রাস্তাগুলি মেরমত করা হয়নি। শুধু ওপরে পিচের প্রলেপ দিয়ে কাজ চালানো হচ্ছিল এতদিন। ফলে সল্টলেকের রাস্তায় ঘুরলেই চোখে পড়বে একাধিক খানা খন্দের চিত্র।

করুনাময়ীর মতো ব্যস্ততম জায়গাতেও রাস্তার মাঝে গর্ত চোখে পড়ে। বাইক বা গাড়ি যেকোনও সময়েই বিপদের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ারও উপায় থাকে না। গর্তে জমে থাকা জল বাঁচিয়ে যেতে গিয়ে বিপদের আশঙ্কা থাকে। এমনকি জমে থাকা জলের ওপর দিয়ে গাড়ি যাতায়াত করায় অসুবিধায় পড়ছেন পথচারীরা।

বিধাননগর পুরসভা সূত্রে খবর, সেইসঙ্গে গত বইমেলায় ওই এলাকার একাধিক রাস্তার অবস্থা খারাপ হয়েছে। কিছু অংশে, পুরো ব্ল্যাকটপ ভেঙে ইট, পাথরের চিপ এবং বালি বেরিয়ে এসেছে। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। গাড়ির টায়ারে লেগে ইটের টুকরোও ছিটকে আসার ঘটনা ঘটছে।

আরও পড়ুন-রামনবমীতে কী হয়েছে? ফুটেজসহ রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement