Advertisement

'ট্রেন নিজেই বেলাইন হয়? সামনে ভোট,' বিতর্কিত পোস্ট রূপার

Bikaner Express Accident: রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তাঁর কথায়,''পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে রেলমন্ত্রক।''

ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় নাশকতার অভিযোগ রূপার। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় নাশকতার অভিযোগ রূপার।
তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 14 Jan 2022,
  • अपडेटेड 1:08 PM IST
  • ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? প্রশ্ন রূপার।
  • নাশকতার অভিযোগে সিবিআই দাবি।
  • কেন্দ্রকে দোষারোপ অধীরের।

ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় নাশকতার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যসভার রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর ইঙ্গিত, ভোটের আগে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটানো হয়েছে।  

ফেসবুকে রূপা লিখেছেন,'ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে ভাই, সামনে নির্বাচন৷ রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা। সিবিআই তদন্ত দরকার।'

অন্যদিকে, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তাঁর কথায়,''পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে রেলমন্ত্রক। মোদী সরকারের আমলে আলাদা করে আর বাজেট হয় না। ট্রেন লাইনের দিকে নজর দেওয়া হয়নি বলেই কি এই ঘটনা?''   

আরও পড়ুন

এদিকে, শুক্রবার মধ্য রাতে হাওড়া স্টেশনে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে বিশেষ ট্রেনে ধরে সকালে ময়নাগুড়ি যান তিনি। সেখানে রেলমন্ত্রী বলেন,''অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। উদ্ধারকাজ শেষ হয়েছে। দুর্ঘটনার পর পরিস্থিতির উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী। কী কারণে দুর্ঘটনা সেটা জানতেই এসেছি। আমার সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগ রয়েছে। আমিই সব খবর দিচ্ছি।''       

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ বেলাইন হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু আহত। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ৩৬ জন চিকিৎসাধীন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থা ৬ জন যাত্রীর। কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। 
কী কারণে দুর্ঘটনা তা এখনই জানানো যাবে না বলে মন্তব্য করেছেন রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। তাঁর কথায়,''কমিশনার অব রেলওয়ে সেফটি তদন্ত করলেই সবটা স্পষ্ট হবে।''

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement