Advertisement

ইস্যু পেট্রোপণ্য: 'পুলিশ অনুমতি দেয়নি, মিছিল হবেই', হুঙ্কার দিলীপের

সোমবার দলের কর্মসমিতির বৈঠক সেরে দিল্লি থেকে কলকাতা ফেরেন দিলীপ ঘোষ। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'পুলিশ অনুমতি দেয়নি। এর মধ্যে নতুন কিছু নেই। ওরা অনুমতি দেবে না আর আমরা মিছিল করব।'

দিলীপ ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 08 Nov 2021,
  • अपडेटेड 1:56 PM IST
  • কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর শুল্ক কমিয়েছে
  • কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাধিক রাজ্য সেই পথে হেঁটেছে
  • তারাও VAT কমিয়েছে


কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের উপর শুল্ক কমিয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একাধিক রাজ্য সেই পথে হেঁটেছে। তারাও VAT কমিয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে  VAT কমানো হয়নি। তার প্রতিবাদে সোমবার মিছিল বঙ্গ BJP-র। করোনার কারণে পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। তবে নিজেদের কর্মসূচিতে অনড় দিলীপ ঘোষরা। 

আরও পড়ুন : Tathagata Roy : BJP ছাড়ছেন? অবস্থান স্পষ্ট করে দিলেন তথাগত রায়

সোমবারই দিল্লিতে দলের কর্মসমিতির বৈঠক সেরে ফেরেন দিলীপ ঘোষ। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'পুলিশ অনুমতি দেয়নি। এর মধ্যে নতুন কিছু নেই। ওরা অনুমতি দেবে না আর আমরা মিছিল করব। এটাই তো হয়ে আসছে। আমরা আমাদের মিছিল করবই।' 

প্রসঙ্গত, BJP-র রাজ্য দফতর থেকে রানি রাসমণি পর্যন্ত হবে মিছিল। মিছিলে থাকবেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষেরা। যদিও সেই মিছিল আটকাতে তৎপর পুলিশও। সূত্রের খবর, পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতার রাজপথে। অন্যদিকে মিছিলে যোগ দিতে এসেছেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের BJP কর্মী-সমর্থকরা।  

দিলীপ ঘোষ আরও কী কী বললেন? 

দিল্লিতে কর্মসমিতির বৈঠক 

দিল্লিতে কর্মসমিতির বৈঠক নিয়ে BJP-র সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ বলেন, 'অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দলের মুখপাত্র ইতিমধ্যেই সেই সব কথা জানিয়েছেন।' 

আরও পড়ুন : এই যুবতীদের জন্যই ম্যাচ হেরেছে ভারত? VIRAL ছবিতে শোরগোল

নোট বাতিলের ৫ বছর 

দিলীপ ঘোষের কথায়, 'কালো টাকা পুনরুদ্ধার করা এবং সন্ত্রাসবাদীরা এই টাকা ব্যবহার করে যাতে নিজেদের শক্তিশালী করতে না পারে, তা বন্ধ করার দরকার ছিল। সেই লক্ষ্যেই নোটবাতিল। সেই সময় অনেকেই দাবি করেছিলেন, অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু, তাঁরা এখন দেখতেই পাচ্ছেন অর্থনীতিতে দেশ এখন এক নম্বরে।' 

Advertisement

তথাগত রায় প্রসঙ্গে

গত কয়েকদিন ধরে BJP-র বর্ষীয়ান নেতা তথাগত রায় লাগাতার আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ ও রাজ্য নেতৃত্বকে। সেই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। তিনি রাখতেই পারেন। সবার সিদ্ধান্তকে স্বাগত।'

এদিকে এদিনের মিছিল নিয়ে BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এতদিন ধরে রাজ্য সরকার কেন্দ্রের উপর দোষ চাপাচ্ছিল। তারা দাবি করছিল, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র দায়ী। এখন তো কেন্দ্রের তরফে দাম কমানো হয়েছে। তাহলে রাজ্য VAT কমাচ্ছে না কেন? আসলে তৃণমূল রাজ্য সরকারকে বোকা বানাচ্ছিল। এটাই প্রমাণ হয়ে গেছে। তবে আমরা আন্দোলন করব। আর রাজ্যকে দাম কমাতে বাধ্য করবই।'  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement