বাংলায় এসে এক কোটি সদস্যপদের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর প্রশ্ন উঠছে, রাজ্যে বিজেপি-র সদস্য সংখ্যা কি বাড়ল? রাজ্য বিজেপি সূত্রের খবর, ৬ দিনেই ১৮ লক্ষ নতুন সদস্য সংগ্রহ করে ফেলেছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপি-র দাবি, এটি সাম্প্রতিককালে রেকর্ড।
সদস্য সংগ্রহ অভিযানের শেষ দিন ৩০ নভেম্বর
পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছে বিজেপি-র সদস্যপদ অভিযান । এখনও পর্যন্ত মোট ৪৪ লক্ষ মানুষ বিজেপি-র সদস্যপদ নিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। তবে ১০ লক্ষ সক্রিয় পাটি সদস্যের মধ্যে এখনও পর্যন্ত কতজন সদস্য নবীকরণ করলেন, সেটা স্পষ্ট করেনি বিজেপি। সদস্য সংগ্রহ অভিযানের শেষ দিন ৩০ নভেম্বর। কিন্ত টার্গেট এক কোটি। হাতে এখনও ২৪ দিন বাকি। এই সময়ের মধ্যে টার্গেট কী পূরণ করতে পারবে বঙ্গ বিজেপি? কেননা এখনও অনেকটাই সংখ্যা বাকি আছে।
ভিডিও বার্তায় অনুরোধ মিঠুনের
এক কোটি নতুন সদস্য করতে অভিনেতা মিঠুন চক্রবর্তীকেও ময়দানে নামিয়েছে বিজেপি। মিঠুনকে মুখ করে জেলায় জেলায় প্রচারে নামানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারও টার্গেট পূরণের জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন। মঙ্গলবার ফের একটি ভিডিও বার্তার মাধ্যমে মিঠুন বাংলার মানুষের কাছে বাংলাকে বাঁচাতে এক কোটি সদস্যপদ সংগ্রহের লক্ষমাত্রা পূরণের আবেদন জানিয়েছেন। ভিডিও বার্তায় বলেছেন, 'কিছুদিন আগে আমরা সদস্যপদ অভিযান শুরু করেছি। লক্ষ্য এক কোটি। এর জন্য আমাদের মেহনত করতে হবে। কী রকম মেহনত ? পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন, নিজের মা-বোন, ভাই-পিসি সবাইকে বোঝান, কেন বিজেপির সদস্যপদ জরুরি। বলুন এই সদস্যপদ নিন, বিজেপিকে ভোট দিন। তবেই বাংলা বাঁচবে। বাংলা বাঁচানোর রাস্তা একটাই, এক কোটি সদস্যপদ।' তবে টার্গেট পূরণ করতে না পারলে মুখ পুড়বে বঙ্গ বিজেপির।
EZCC পেক্ষাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলায় এক কোটি নতুন সদস্য হবেই। ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার হওয়ার দাবিও করেছেন।
রিপোর্টার: সুজয় ঘোষ