Advertisement

বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ BJP বিধায়কদের, কিন্তু কেন?

রাজ্যপালের সঙ্গে বৈঠকের আগে বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে পারেন বিজেপি বিধায়করা। মূলত মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। আর এমনটা যে হতে পারে সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

জগদীপ ধনখড়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2021,
  • अपडेटेड 4:14 PM IST
  • রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের
  • পিএসি-র চেয়ারম্যান নির্বাচন নিয়ে জানাতে পারেন অভিযোগ
  • বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে পারেন বিজেপি বিধায়করা

আজ রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করবেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের একটি প্রতিনিধি দল দেখা করবে রাজ্যপালের সঙ্গে। বিকেল ৪টেয় রাজভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা। ট্যুইটারে নিজেই এই কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

রাজ্যপালের সঙ্গে বৈঠকের আগে বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে পারেন বিজেপি বিধায়করা। মূলত মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিতে পারে বিজেপি। আর এমনটা যে হতে পারে সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পিএসি-র চেয়ারম্যান নির্বাচন ও মুকুল রায়ের (Mukul Roy) বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর না করা নিয়ে তাঁকে অভিযোগ জানাতে পারেন বিজেপি বিধায়করা। 

প্রসঙ্গত মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্ট কমিটি বা পিএসি চেয়ারম্যান করা হতে পারে এই নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। দিনকয়েক আগে সেই জল্পনাই বাস্তবায়িত হয়। পিএসি-র চেয়ারম্যান (PAC Chairman West bBengal) হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রবল বিক্ষোভ দেখায় বিজেপি। অধিবেশও বয়কট করেন বিজেপি বিধায়করা। 

এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন, কোনও বিষয়েই আলোচনার সুযোগ পান না বিরোধীরা। বিরোধীদের পক্ষ থেকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়। এটা ভারতের সব বিধানসভা ও লোকসভায় করা হয়। পশ্চিমবঙ্গের শাসকদল ক্ষমতাবলে চিরাচরিত সেই নীতি ভাঙল। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement