Advertisement

সিএএ দ্রুত কার্যকর করুক কেন্দ্র, চিঠি দিচ্ছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর

দলের মধ্যে বেসুরো বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সিএএ কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বেড়েছে বলে দাবি করেন তিনি।  অতিদ্রুত সিএএ লাগু করার জন্য় কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন এই বিজেপি সাংসদ।

চিঠি দিচ্ছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ছবি- সাংসদের ফেসবুক পেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2020,
  • अपडेटेड 7:26 PM IST
  • সিএএ দ্রুত লাগুর দাবিতে চিঠি দিচ্ছেন শান্তনু ঠাকুর
  • মতুয়াদের মধ্যে ক্ষোভ বেড়েছে বলে দাবি করেন তিনি।
  • চিঠির খসড়াটি তৈরি করেছেন তথাগত রায়

দলের মধ্যে বেসুরো বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সিএএ কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যে ক্ষোভ বেড়েছে বলে দাবি করেন তিনি।  অতিদ্রুত সিএএ লাগু করার জন্য় কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন এই বিজেপি সাংসদ।

কী জানালেন সাংসদ

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এদিন জানান, শুধু আইন পাশ হলেই চলবে না, সেটা কার্যকর করা উচিত। যদি আগামী ৩ মাসের মধ্যে সিএএ কার্যকর না হয়, ফের সেই আইন সংসদে নিয়ে এসে পাশ করানোর ব্যপারে জানান এই বিজেপি নেতা।

একইসঙ্গে তিনি বলেন, সিএএ কার্যকর না হওয়ায় মতুয়া সমাজ উদ্বিগ্ন। বিভিন্ন জায়গায় তাঁকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ফলে তিনি প্রবল অস্বস্তিতে পড়েছেন। 

জানা গিয়েছে, চিঠির খসড়াটি তৈরি করেছেন তথাগত রায়। মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে কয়েকদিন আগে তিনি অব্যহতি নেন। সেইসঙ্গে সক্রিয় রাজনীতি ফিরে আসার ইচ্ছা প্রকাশও করেছিলেন।  মঙ্গলবার তথাগত রায় ঠাকুরবাড়িতে যান। সেখানে শান্তনুর সঙ্গে কথাও বলেন তিনি। তারপরেই শান্তনু  জানান, তিনি সিএএ বিষয়ে চিঠি দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। একই দাবি দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও জানাবেন তিনি।

সিএএ নিয়ে উত্তাল হয়েছিল বাংলা

ডিসেম্বর মাসে সিএএ সামনে আসার পরেই উত্তাল হয় গোটা দেশের রাজনীতি। বিক্ষোভের রেশ এসে পড়ে বাংলাতেও। গোটা রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেঁটে পড়ে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের মতো দলগুলি। পাল্টা তোপ দাগে গেরুয়া শিবিরও।

তবে শান্তনুর এই দাবির পরে বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু বলা হয়নি। এদিন শেষে শান্তনু অবশ্য জানিয়ে রাখলে, যদি সিএএ কার্যকর না হয়, তাহলে মতুয়া সমাজের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত হবে।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement