Advertisement

Dilip Ghosh: শুভেন্দুকে সেন্সর করেছেন শাহ? দিলীপ বলছেন, 'জল্পনা অনেক হয়'

তারিখ বিতর্কে কিছুটা ব্যাকফুটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari)। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর তিনি তারিখ নিয়ে যাবতীয় দাবি নিজের ব্যক্তিগত অভিমত বলে জানান। তার আগে এনিয়ে তাঁর সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) তাঁর বিরোধ প্রকাশ্যে চলে আসে।

অমিত শাহ কি শুভেন্দুকে সেন্সর করেছেন? জবাবে দিলীপ যা বললেন...
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2022,
  • अपडेटेड 10:18 AM IST
  • বেচারাম মান্নার পুলিশকে আছাড় মারার নিদান প্রসঙ্গেও সুর চড়িয়েছেন দিলীপ
  • বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের পাশে দাঁড়িয়েছেন

তারিখ বিতর্কে কিছুটা ব্যাকফুটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari)। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পর তিনি তারিখ নিয়ে যাবতীয় দাবি নিজের ব্যক্তিগত অভিমত বলে জানান। তার আগে এনিয়ে তাঁর সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) তাঁর বিরোধ প্রকাশ্যে চলে আসে। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তাহলে কি অমিত শাহকে রাজ্যের বিরোধী দলনেতাকে চুপ থাকতে বলেছেন। এনিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সোমবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে এই বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। আমাকে কেউ কিছু বলেনি। জল্পনা অনেক হয়। ঠিক কী ঘটেছে, যারা কাছে ছিলেন, তাঁরাই বলতে পারবেন।' দিলীপের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, দিলীপ কৌশলী মন্তব্য করে জল্পনাকে আরও গভীর করলেন। এটা তাঁর চাল হতে পারে।

আবাস যোজনা দুর্নীতি নিয়ে আবারও রাজ্যের সমালোচনা করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ বলেন, 'এটা আরও বাড়বে। বিডিওরা তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে। আমরা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেব।'  চাকরিপ্রার্থীদের মহাজোট প্রসঙ্গে তাঁর মত, 'যোগ্যরা বঞ্চিত। টাকা দিয়ে অযোগ্যরা চাকরি করছেন। শিশুদের ভবিষ্যত নষ্ট করেছেন। তাই আন্দোলন। এটা তাঁদের অধিকার আছে। আমরা নৈতিকভাবে সঙ্গে আছি।'

আরও পড়ুন:Suvendu On Dilip: 'মর্নিংওয়াকে গিয়ে মিডিয়াকে বিবৃতি দিই না', নাম না করে দিলীপকে খোঁচা শুভেন্দুর

মন্ত্রী বেচারাম মান্নার পুলিশকে আছাড় মারার নিদান প্রসঙ্গেও সুর চড়িয়েছেন দিলীপ। তিনি বলেন, 'শুভেন্দু আইপিএসদের লাগেজ প্যাক করে রাখতে বলেছিলেন। মারতে বলেননি। তাতেই সংবিধান বিরোধী-সহ কত কিছু বলা হল। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুলিশকে চাবকানো দরকার, তাঁদের নেতা বলে পুলিশকে বোম মারুন, আছাড় মারুন। আমরা মারিনি। আমরা গণতন্ত্র মানি। যারা মানে না, তারা পুলিশকে তাদের মত করে পরিচালনা করতে চায়। যখন পারে না, তখন এসব বলে। যারা পার্টিতে গুরুত্ব পায় না, রাজনীতিতে গুরুত্ব পায় না, তারা নিজের অস্তিত্ব রক্ষা করতে এ ধরনের মন্তব্য মাঝেমধ্যেই করে। যাদের কোনও জনভিত্তি নেই তারা এই ধরনের কথা বলে।'

Advertisement

'পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের গায়ে হাত পড়লে মারের বদলে মার হবে। মারের বদলা মার দেওয়ার পর বাকিটা দল দেখে নেবে।' রবিবার সকালে লেকটাউনে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই প্রসঙ্গে অবশ্য দিলীপ তাঁর পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, 'ঠিক বলেছেন। মার খাওয়ার জন্য আমরা রাজনীতি করি না। যেখানে সুযোগ পাব, যোগ্য জবাব দেব।'

ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতল আর্জেন্টিনা (Argentina)। রবিবার রাতে ট্রাইব্রেকারে ফ্রান্সকে (France) ৪-২ গোলে হারিয়েছে মেসিরা। আর্জেন্টিনার জয় প্রসঙ্গে দিলীপ বলেন, 'খেলা দেখলাম। মারাত্মক খেলা। দারুণ। জবরদস্ত। গোলের রেকর্ড। নীল-সাদার জয় কি মা মাটি মানুষের জয়? যাদের নিজেদের গর্ব করার কিছু নেই, তাদের ধার করেই গর্ব করতে হয়।' 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement