Advertisement

Tathagata Roy-Saugata Roy : 'সৌগতর সঙ্গে আমার খুব মারামারি হত, আমিই জিততাম' : তথাগত

দুজনেই রাজনীতি করেন। তবে ভিন্ন মেরুর। একজন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা তিন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। ছোটোবেলায় দুই ভাইয়ে কথায় কথায় মারামারি হত। আর তা এই পর্যায়ে যে পাড়ার লোকজনও জানতে পারত। জানালেন তথাগত রায়।

সৌগত রায় ও তথাগত রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2023,
  • अपडेटेड 6:08 PM IST
  • দুজনেই রাজনীতি করেন।,তবে ভিন্ন মেরুর
  • তথাগত রায় ও সৌগত রায়
  • তাঁদের শৈশব কেমন ছিল ?

দুজনেই রাজনীতি করেন। তবে ভিন্ন মেরুর। একজন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা তিন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। ছোটোবেলায় দুই ভাইয়ে কথায় কথায় মারামারি হত। আর তা এই পর্যায়ে যে পাড়ার লোকজনও জানতে পারত। জানালেন তথাগত রায়। 

'ব্যক্তিগত'-তে তথাগত রায় বলেন, 'আমাদের চার ভাই। সৌগতর সঙ্গে আমার বয়সের পার্থক্য খুব বেশি নয়। বলা যেতে পারে পিঠোপিঠি। ছোটোবেলায় দুই ভাইয়ে আমরা খুব মারামারি করতাম। আর তা এমন পর্যায়ে যে পাড়ার লোকজন জানত। স্কুলে যেতাম রিক্সা করে। রিক্সাতেও দুই ভাই মারামি করতাম।' 

তথাগত রায় বলেন, 'সৌগত আমার থেকে মাত্র ২ বছরের ছোটো। আমাদের ছোটোবেলা প্রচণ্ড মারামারি হয়েছে। সেই মারামারি এমন পর্যায়ে বসেছে যে, রক্তারক্তিও হয়েছে। প্রায় ১৪ বছর বয়স পর্যন্ত মারামারি হয়েছে। আমরা সেই সময় যা মারামারি করতাম, সেই সময় পাড়ার লোকজন জানত। আমরা রিক্সা করে দুই ভাইয়ে স্কুলে যেতাম। তখন আমার বয়স ১০ থেকে ১১ আর ও দু বছরের ছোটো। আমরা দুজনে বিছানায় বসে মারামারি করতাম। মা-বাবা থামাতে না পেরে কার্যত হাল ছেড়ে দিয়েছিল। আর মেজোভাইটা আমার আর সৌগত মারামারি বসে বসে দেখত। তখন আমরা অশ্বিনী দত্ত রোডে থাকতাম। সেই সময়ের যে লোকজন ছিলেন, তাঁরা বলতে পারবেন আমাদের দুই ভাইয়ের মারামারির কথা। পাড়ায় বেশ নামডাক ছিল মারামারিতে।  তবে আমিই জিততাম। কারণ আমার শরীরে শক্তি বেশি ছিল আর বয়সেও বড় ছিলাম।' 

কী নিয়ে তথাগত ও সৌগতর মারামারি হত ? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, 'সৌগত আর আমার মারামারির কোনও নির্দিষ্ট কারণ ছিল না।  মনোমালিন্য খুব হত। হয়তো কোনও বাস দেখে আমি বললাম বাসটা বেহালায় যায়। ও বলল না না সরশুনায় যায়। তখন কে ঠিক সেটা প্রমাণ করতেই মারামারি শুরু হয়ে যেত।' 

Advertisement


প্রসঙ্গত, সৌগত রায় ও তথাগত রায় রাজনৈতিকভাবে দুই ভিন্ন মেরুতে অবস্থান করলেও দুই ভাইয়ের সখ্যতা আছে। তাঁদের সম্পর্কও ভালো। কারণ, এর আগে তথাগত রায় অসুস্থ হয়েছিলেন। তখন তাঁকে দেখতে গেছিলেন সৌগত রায়। 

সেই সময় সৌগত রায় বলেছিলেন, 'আমার দাদা বিজেপির সঙ্গে যুক্ত বলে আমি তাঁর বাড়িতে যাই না। তা বলে দাদার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, এমনটা নয়।' আর সৌগত রায় বলেছিলেন, 'ভাই ভাই-ই হয়। আজ আমার ভাই সৌগত রায় আমায় দেখতে বাড়িতে এসেছিলেন।' 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement